Advertisement

লাইফস্টাইল

PHOTOS: পর্ন আসক্তিতে কমে যায় যৌন চাহিদা, আরও অনেক ক্ষতি, জানুন

Aajtak Bangla
  • দিল্লি,
  • 21 Jul 2021,
  • Updated 6:01 PM IST
  • 1/8

মোবাইল ও ইন্টারনেটের সহজলভ্যতার কারণে যুব-সমাজের মধ্যে পর্ন দেখার প্রবনতা বেড়েছে। কিন্তু, অত্যাধিক পর্ন দেখলে শরীর ও মনের ক্ষতি হয়। পর্ন দেখার আরও কিছু সাইড এফেক্ট আছে। জানুন সেগুলি কী কী।

  • 2/8

অত্যাধিক পর্ন দেখার ফলে Erectile dysfunction-এর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। এর প্রভাব মারাত্মক। 

  • 3/8

একটি গবেষণার দাবি, যারা পর্ন বেশি দেখেন তাঁরা নিজের সেক্স লাইফ নিয়ে খুশি থাকতে পারেন না। নিয়মিত দেখলে Erectile dysfunction-ও বাড়তে থাকে। 
 

  • 4/8

পর্নে আসক্তদের জীবনে অসফল হতে পারে। অসফলতার সম্ভাবনা থেকেই যায়। মূলত লুকিয়ে পর্ন দেখে সাধারণ মানুষ। এতে তার মনে দাগ কাটে। বাস্তবে সে কারও সঙ্গে সহবাসে আনন্দ পায় না। 

  • 5/8

অতিরিক্ত পর্ন দেখলে খারাপ কাজ করার প্রবনতা বেড়ে যায়। হিংসাত্মক হয়ে ওঠে সে। বাড়ে মানসিক দুশ্চিন্তা।  কাজে মনোযোগ দেওয়া যায় না। গবেষণায় দেখা গেছে, অপরাধ জগতের সঙ্গে যুক্ত লোকজন পর্নে আসক্ত। 

  • 6/8

গবেষণায় এও দাবি করা হয়েছে, পর্নে আসক্তদের কেরিয়ার ও রিলেশেনশিপে সমস্যা বাড়ে। 
 

  • 7/8

পর্ন দেখে আসক্ত পুরুষ পর্নের দুনিয়াকেই আসল বলে ভাবতে শুরু করে। এর প্রভাব তার ব্যক্তিগত জীবনেও পড়ে। সঙ্গীর সঙ্গে সেক্স করার সময় সে হিংস্র হয়ে ওঠে। অত্যাচারের প্রবনতা বেড়ে যায়। 

  • 8/8

গবেষকদের পরামর্শ, একটা সুস্থ জীবন-যাপনের জন্য প্রয়োজন সুস্থ সম্পর্কে থাকা। পর্ন বেশি দেখলে সেটা কোনওভাবেই সম্ভব নয়।

Advertisement
Advertisement