Advertisement

লাইফস্টাইল

Effects of Sleep Deprivation: রাতে ৬-৭ ঘণ্টা ঘুম হয় না, এই ৫ সমস্যা বিপদে ফেলবে কিন্তু

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Jan 2026,
  • Updated 5:37 PM IST
  • 1/8

অনেকেই নিশ্চিন্তে ঘুমাতে চান। কিন্তু পারেন না। তাঁদের রাতের বেলায় চোখ জুড়িয়ে যায় না। তাঁদের রাতের পর রাত জেগে কেটে যায়।

  • 2/8

মাথায় রাখতে হবে ঘুম না হলে শরীরের হাল বিগড়ে যেতে পারে। পিছু নিতে পারে একাধিক সমস্যা। আর সেই তালিকাটা জেনে নিন নিবন্ধটি থেকে।

  • 3/8

ঘুম ঠিক না হলে মনের উপর গভীর প্রভাব পড়তে পারে। পিছু নিতে পারে দুশ্চিন্তা ও উৎকণ্ঠা। যার ফলে বিপদের শেষ থাকবে না।

  • 4/8

নিয়মিত ঘুম না হলে শরীরে বিপাকের হাল বিগড়ে যেতে পারে। যার ফলে ফ্যাটের হার বৃদ্ধি পেতে পারে শরীরে। ওজন বাড়তে পারে দ্রুত গতিতে। তাই ওজন কমাতে চাইলেও প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম মাস্ট।

  • 5/8

দেখা গিয়েছে, ঠিকমতো ঘুম না হলে কাজে মন লাগে না। পরের দিন কাজে অনীহা আসে। তাই আজ থেকেই রাতে ঘুমানো শুরু করে দিন। তাতেই দেখবেন সমস্যার সহজ সমাধান হয়ে যাবে।

  • 6/8

রাতে না ঘুমালে বাড়তে পারে ডায়াবিটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা। এমনকী যাঁদের সুগার রয়েছে, তাঁদের বিপদ আরও বাড়তে পারে। গ্লুকোজ লেভেল হতে পারে আনকন্ট্রোলড। তাই সাবধান হন।

  • 7/8

রাতে ঘুম না হলে বাড়তে পারে ব্লাড প্রেশার। আর ব্লাড প্রেশার বৃদ্ধি পেলে একাধিক ঘাতক রোগ নিতে পারে পিছু। তাই সাবধান হন। চেষ্টা করুন পর্যাপ্ত সময় ঘুমানোর।

  • 8/8

তাই আজ থেকেই অন্তত ৬ ঘণ্টা ঘুমাতে হবে। তবে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমালে সবথেকে ভাল হয়। তাহলেই দেখবেন শরীর ও স্বাস্থ্যের হাল ফিরে যাবে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement