Advertisement

লাইফস্টাইল

বন্ধ্যাত্বের ঝুঁকি কমাতে, কামেচ্ছা বাড়াতে ভরসা ডার্ক চকোলেট!

Aajtak Bangla
  • 26 Nov 2020,
  • Updated 12:03 AM IST
  • 1/5

বার্ধক্যে টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ অনেকটাই কমে যায়। তাই কমে যেতে থাকে কামেচ্ছাও। এ ছাড়াও বার্ধক্যে শীঘ্র পতন, ধ্বজভঙ্গ, শ্বাসকষ্টের মতো একাধিক সমস্যা অনেকের মধ্যেই বাড়তে থাকে। ফলে পুরুষের মধ্যে বাড়তে থাকে বন্ধ্যাত্বের সমস্যা। 

  • 2/5

বার্ধক্যে থাইরয়েড বা ডায়াবেটিসের কারণেও পুরুষের মধ্যে বন্ধ্যাত্বের সমস্যা দেখা দিতে পারে। অনেকের ক্ষেত্রে অতিরিক্ত মেদ শরীরের নমনীয়তায় নষ্ট করে দেয়। ফলে সাধ থাকলেও সাধ্যে কুলোয় না! কিন্তু এ ক্ষেত্রে উপায় কী, ভায়াগ্রা? না, একেবারেই নয়। বরং এই সমস্যা প্রতিকারের ক্ষেত্রে ডার্ক চকোলেট অত্যন্ত কার্যকর এবং সহজলভ্য উপাদান হতে পারে।

  • 3/5

একাধিক গবেষণায় প্রমাণ মিলেছে, ডার্ক চকোলেট পুরুষের বির্যরসে শুক্রাণুর সংখ্যা ও তার কর্মক্ষমতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

  • 4/5

বিশেষজ্ঞদের মতে, ডার্ক চকোলেটে থাকা এল-আর্জিনিন এইচসিএল, অ্যামিনো অ্যাসিড শুক্রাণুর সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে। ডার্ক চকোলেটে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা যৌন উদ্দিপনা বা কামেচ্ছা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

  • 5/5

একাধিক গবেষণায় দেখা গিয়েছে, যে সমস্ত পুরুষ নিয়মিত ডার্ক চকোলেট খান, তাঁদের যৌন ক্ষমতা অন্যান্যদের তুলনায় বেশি। তাই শুক্রাণুর সংখ্যা আর কর্মক্ষমতা বাড়াতে, বন্ধ্যাত্বের ঝুঁকি কমাতে নিয়মিত খান ডার্ক চকোলেট।

Advertisement
Advertisement