ম্যাট লিপস্টিক এখন ফ্যাশনে ইন। দীর্ঘ ৮-৯ ঘন্টা পর্যন্ত খাওয়া দাওয়া করলেও ওঠেনা।
তার মধ্যে করোনা আবহে রমনীদের আরও এক সমস্যা হল মাস্ক। কোনও কারণে মুখ থেকে মাস্ক সরালেই লিপস্টিক উধাও। সেক্ষত্রে একমাত্র ম্যাট লিপস্টিকই ভরসা।
তবে শীতকালে ম্যাট লিপস্টিক ব্যবহারে কিছু অসুবিধা রয়েছে। যাঁদের খুব ত্বক শুষ্ক তাঁরা সমস্যায় পড়েন এক্ষেত্রে।
ম্যাট লিপস্টিক লাগানোর কিছুক্ষণ পরেই অনেকের ঠোঁট একেবারে শুকিয়ে যায় এবং ঠোঁট ফাটা আরও বেড়ে যায়।
এই সমস্যার সমাধান পেতে করতে পারেন এই পদ্ধতিগুলি। তাহলে সহজেই আপনিও ব্যবহার করতে পারবেন ম্যাট লিপস্টিক।
সপ্তাহে দুই থেকে তিন দিন ঘরোয়া পদ্ধতিতে ঠোঁট স্ক্রাবিং করুন। সেক্ষেত্রে লেবু ও চিনি দিয়েও করতে পারেন।
লিপস্টিক লাগানোর আগে অবশ্যই ব্যবহার করুন ময়েশ্চারাইজার। তাতে আপনার ঠোঁট হাইড্রেটেড থাকবে এবং ফাটবে না।
এছাড়াও লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে কোনও ফ্রুট বেসড লিপ বাম লাগিয়ে নিতে পারেন। তাহলে ঠোঁটের ত্বক মোলায়েম থাকবে।
লিপস্টিক লাগানোর পূর্বে ভাল করে লিপলাইনার দিয়ে ঠোঁটের চার ধার এঁকে নিন।
ম্যাট লিপস্টিক লাগিয়ে শুষ্ক ঠোঁটের সমস্যা থেকে উদ্ধার পেতে, লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে কোনও ভাল ব্র্যান্ডের প্রাইমার লাগাতে পারেন। এর ফলে আপনি উপকার পাবেন।