সনাতন ধর্মে ভগবান গণেশের (Ganesh) গুরুত্ব অনেক। শিব ও পার্বতী পুত্র গণেশকে, হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা মনে করা হয়।
সিদ্ধিদাতা গণেশের (Ganpati) জন্মোৎসব গণেশ চতুর্থী (Ganesh Chaturthi) নামে পরিচিত। ভাদ্রপদ মাসের চতুর্থী তিথির শুক্লপক্ষে সাধারণত পালিত হয় এই উৎসব। এই বছর গণেশ চতুর্থী পড়েছে ১০ সেপ্টেম্বর, শুক্রবার।
বিশ্বাস করা হয় যে, নিষ্ঠা করে সমস্ত নিয়মকানুন মেনে সিদ্ধিদাতার পুজো করলে, সুখ -শান্তি বজায় থাকে, সমৃদ্ধি হয় এবং সমস্ত বাধা দূর হয়।
জেনে নিন গণেশ চতুর্থীতে হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে কী ভার্চুয়াল বার্তা (Ganesh Chaturthi 2021 Messages) দিতে পারেন আপনি।
আপনার পরিবার মায়ার বাঁধনে জড়িয়ে থাকুক। সিদ্ধিদাতার কৃপাদৃষ্টি সর্বদা আপনাদের উপরে থাকুক। গণেশ চতুর্থীর প্রীতি ও শুভেচ্ছা।
প্রার্থনা করি আপনার জীবনের সমস্ত প্রতিবন্ধকরা কেটে যাক। শুভারম্ভ হোক আপনার জীবনে!
আপনার দুঃখ, কষ্ট, চিন্তা দূর করতে ভগবান গণেশ সবসময় পাশে আছেন। শুভ গণেশ চতুর্থী!
গণেশ চতুর্থী উপলক্ষে গণপতি বাপ্পা আপনাকে সুখ ও সমৃদ্ধি দান করুক।
আপনার উপর অর্থের বর্ষণ হোক সর্বদা, গণেশ চতুর্থীর পুণ্য লগ্নে এই কামনাই করি। শুভ গণেশ চতুর্থী...
শুভ গণেশ চতুর্থী ২০২১! আপনার ও আপনার পরিবারকে অনেক শুভেচ্ছা।
গণপতি বাপ্পা মোরিয়া! এই গণেশ চতুর্থীতে সকলকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা।
সকলকে সুন্দর ও বর্ণময় গণেশ চতুর্থীর শুভেচ্ছা। শুভ হোক সব...