Advertisement

লাইফস্টাইল

Happy Janmashtami 2022: আজ জন্মাষ্টমী! সকলকে পাঠান এই শুভেচ্ছাবার্তা

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Aug 2022,
  • Updated 7:47 AM IST
  • 1/10

শ্রীকৃষ্ণের জন্ম তিথিতে দেশ জুড়ে পালিত জন্মাষ্টমী। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল।

  • 2/10

 জন্মাষ্টমী ২০২২ -র দিনক্ষণ 

এবছর ১৮ ও ১৯ অগাস্ট দু'দিনই পালন করা যাবে জন্মাষ্টমী। ১৮ অগাস্ট রাত ৯.২০ মিনিটে শুরু হয়ে, ১৯ অগাস্ট রাত ১০.৫৯ মিনিটে সমাপ্ত হবে অষ্টমী তিথি। নিশীথ পুজো ১২.৩ মিনিট থেকে ১২.৪৭ মিনিট পর্যন্ত থাকবে। 

  • 3/10

জানুন বিশেষ দিনে সকলকে হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে কী ভার্চুয়াল বার্তা (Janmashtami 2022 Messages) দিতে পারেন আপনি।

  • 4/10

জন্মাষ্টমী ভালোবাসা ও ভাগ্যের দিন। ভক্তদের প্রেমিক ও বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন !
 

  • 5/10

রাধার প্রেম, বাঁশির মিষ্টি সুর, মাখনের স্বাদ, গোপিনীদের লীলা, এগুলির সমন্ব্যে সুন্দর হয়ে উঠুক এবারের জন্মাষ্টমী! 
 

  • 6/10

 ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে জীবনের সঠিক পথ দেখাবেন, এই কামনা করি। তিনি সর্বদা মঙ্গল করুক সকলের। 
 

  • 7/10

আপনার দরজায় পড়ুক শ্রীকৃষ্ণের পদধূলি, তাঁর জন্য আপনি খুশির প্রদীপ জ্বালান, আপনার সব দুঃখ মুছে যাক। শুভ জন্মাষ্টমী! 
 

  • 8/10

জগৎবাসীকে রক্ষা করার জন্য এক আঙুলের ওপর পর্বত উঠিয়েছিলেন যিনি, সেই শ্রীকৃষ্ণকে মনে করার জন্য এল জন্মাষ্টমী! শুভ হোক সব... 

  • 9/10

এই জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে সমস্ত চিন্তা, ভাবনা ও উদ্বেগ থেকে মুক্ত করে, ভালোবাসা দিক। 

  • 10/10

যিনি সারা বিশ্বকে প্রেমের পথ দেখিয়েছেন, তাঁর জন্মতিথিতে বিশ্ববাসীর থাকুক সুখে -শান্তিতে - সমৃদ্ধিতে! 

Advertisement
Advertisement