Advertisement

লাইফস্টাইল

Teachers day 2021: প্রিয় শিক্ষককে কৃতজ্ঞতা জানান WhatsApp, Facebook, Instagram-র ভার্চুয়াল মেসেজে

Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Sep 2021,
  • Updated 7:01 AM IST
  • 1/10

আমাদের মনের সব সংশয়, সন্দেহ, অন্ধকার দূর করেন এবং নতুন পথের দিশা দেখান শিক্ষক। তাঁরা নিজেদের জীবনকে উৎসর্গ করে ভবিষ্যতের নাগরিকদের মনকে গঠন করেন। 

  • 2/10

প্রতি বছর ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিনে অর্থাৎ ৫ সেপ্টেম্বর, ভারতে পালন করা হয় শিক্ষক দিবস। তাই এই দিনের মাহাত্ম্য ছাত্র-ছাত্রী তথা তাঁদের শিক্ষক উভয়ের কাছেই অনেক।

  • 3/10

এই শিক্ষক দিবসে জীবনের সকল শিক্ষাগুরুর  মুখে হাসি ফোটান। তাঁদের কৃতজ্ঞতা জানান ভার্চুয়াল মাধ্যমে। দেখে নিন, ভার্চুয়াল মাধ্যমে কী বার্তা দিতে পারেন আপনি। 

  • 4/10

সমাজ গঠনে অসামান্য অবদানের জন্য সকল শিক্ষক -শিক্ষিকাদের জানাই শুভ শিক্ষক দিবস! 

  • 5/10

শিক্ষকরাই আমাদের চলার পথ দেখান, ঠিক -ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, জীবনের প্রতিটা পদক্ষেপে আমাদের পাশে দাঁড়ান হৃদয় স্পর্শ করে। শিক্ষক দিবসের শুভেচ্ছা! 

  • 6/10

জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া আপনার হাত ধরেই। আপনিই শিখিয়েছেন কীভাবে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। শিক্ষক দিবসে আপনাকে প্রণাম জানাই। 
 

  • 7/10

একজন শিক্ষকের প্রচেষ্টা এবং চরিত্রের উপরে যে কোনও দেশের ভবিষৎ নির্ভর করে। টিচার্স ডে -র শুভেচ্ছা! 

  • 8/10

আপনাদের কাছে পেয়েছি শিক্ষার আলো, আপনাদের কাছে শিখেছি মানবতার বাণী। হ্যাপি টিচার্স ডে...

  • 9/10

 ধন্যবাদ আমাকে খোলা চোখে স্বপ্ন দেখতে শেখানোর জন্য। ধন্যবাদ, আমায় সঠিক দিশা দেখানোর জন্য। 

  • 10/10

বিনম্র শ্রদ্ধায় অবন্ত মোরা, হে মানুষ গড়ার কারিগর। শিক্ষক দিবস ২০২১! 

Advertisement
Advertisement