Advertisement

লাইফস্টাইল

Sikkim Snowfall Today: রাজ্যে তাপপ্রবাহ, সিকিমে তুষারপাত-শিলাবৃষ্টি, উচ্ছ্বাস পর্যটকদের

Aajtak Bangla
Aajtak Bangla
  • গ্যাংটক,
  • 27 Apr 2025,
  • Updated 6:03 PM IST
  • 1/10

তুষারে ঢাকল সিকিমের একাধিক এলাকা। রবিবার দুপুর থেকেই বরফ পড়তে শুরু করে বিভিন্ন এলাকায়।

  • 2/10

আজ সিকিমের উত্তরাঞ্চলের বিভিন্ন উচ্চভূমি এলাকায় হঠাৎ করে তুষারপাত ও শিলাবৃষ্টি দেখা দিয়েছে। 

  • 3/10

ইয়ুমথাং ভ্যালি, লাচুং, ছাঙ্গু লেক, এবং নাথুলা পাসের মতো জনপ্রিয় এলাকাগুলোতে এই আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা গেছে। এ

  • 4/10

কইসঙ্গে পাকইয়ং, কার্থিক, নোয়াপ গাঁও, দিকলিং, পচে এবং মামরিং অঞ্চলেও শিলাবৃষ্টির খবর মিলেছে।

  • 5/10

ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের গ্যাংটক কেন্দ্র থেকে প্রকাশিত বিশেষ বুলেটিন অনুযায়ী, ২৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সিকিমের গ্যাংটক ও মঙ্গান জেলায় মাঝারি বৃষ্টিপাত, বজ্রপাত এবং উচ্চ পার্বত্য অঞ্চলে হালকা থেকে মাঝারি তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

  • 6/10

এই আকস্মিক তুষারপাত এবং শিলাবৃষ্টির ফলে পর্যটকদের মধ্যে দারুণ উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। 

  • 7/10

সামাজিক মাধ্যমে সিকিমের বিভিন্ন পর্যটন কেন্দ্রের তুষারাবৃত দৃশ্যের ছবি ও ভিডিও দ্রুত ভাইরাল হচ্ছে। অনেকে এই দৃশ্যের সাক্ষী হতে সিকিমের উদ্দেশ্যে রওনা হচ্ছেন।

  • 8/10

তবে প্রশাসন পর্যটকদের সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে। বিশেষ করে উচ্চ পার্বত্য এলাকাগুলিতে ভ্রমণের সময় স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস ও সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। 

  • 9/10

আগামী কয়েকদিন আবহাওয়া অস্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

 

  • 10/10

২০২৪ সালের ডিসেম্বরে সিকিমের ইয়ুমথাং এবং লাচুং এলাকায় বড় মাত্রার তুষারপাত হয়েছিল, যার ফলে রাস্তা অবরুদ্ধ হয়ে গিয়েছিল এবং প্রশাসন পর্যটকদের সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিল।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement