ফুচকা খেতে কে না ভালোবাসেন বলুন তো? মহিলারা তো বটেই, পুরুষরাও এই লোভ সামলাতে পারেন না।
কলকাতায় ফুচকা নামে পরিচিত হলেও এটাকে অনেকে গোলগাপ্পা, পানিপুরি, গুপচুপ নামেও জানেন।
কলকাতায় এই ফুচকা খুবই অল্প টাকায় পাওয়া যায়। কোথাও কোথাও ১০ টাকায় ৪টে আবার কোথাও কোথাও ২০ টাকায় ৫টা।
আবার দেশের অন্যান্য জায়গায় ফুচকার মূল্য কম-বেশি হয়েই থাকে, তবে সেটা সকলের সাধ্যের মধ্যেই।
ভারত ছাড়িয়ে এই ফুচকার জনপ্রিয়তা বিদেশেও রয়েছে। আমেরিকার প্রবাসী থেকে সেখানকার বাসিন্দারাও ফুচকার স্বাদ নিয়ে থাকেন।
কিন্তু ভারতে এই ফুচকার দাম আমেরিকায় কত, তা কোনওদিন ভেবে দেখেছেন।
আমেরিকার একাধিক শহরে এই ফুচকার স্টল বা দোকান দেখতে পাওয়া যায়। এছাড়াও অনেক রেস্তোরাঁতেও আপনি ফুচকা সহজেই পেয়ে যাবেন।
সোশ্যাল মিডিয়ায় একাধিক দাবি অনুযায়ী, আমেরিকায় এক প্লেট ফুচকার দাম প্রায় ৭ থেকে ১০ ডলার, যেখানে ৬ থেকে ৮টি ফুচকা থাকে।
ভারতীয় মুদ্রায় আমেরিকায় এক প্লেট ফুচকার দাম তাহলে গিয়ে দাঁড়াচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকা।
তাই আমেরিকায় ঘুরতে গেলে ফুচকা খাওয়ার শখ জাগলে তা মনের ভেতর রেখে দিন। বরং দেশে ফিরে সেই ইচ্ছে যতখুশি পূরণ করুন।