Advertisement

লাইফস্টাইল

Diamond Ring Bad Effects: ডায়মন্ড পেয়ে আটখানা? কিন্তু এদের জন্য সর্বনাশ আনতে পারে দামী এই রত্ন

Aajtak Bangla
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 19 Jan 2026,
  • Updated 12:11 AM IST
  • 1/6

হিরের আংটি পরার শখ কম-বেশি সকলেরই আছে। অনেকে আবার প্রিয়জনকে উপহার হিসেবেও দেন এই দামি রত্ন। সৌন্দর্য, মর্যাদা আর স্ট্যাটাস তিনের মিশেলে হিরের চাহিদা সর্বদাই তুঙ্গে। জ্যোতিষ মতে, হিরে হচ্ছে শুক্র গ্রহের রত্ন। শুক্রবার রুপো বা প্ল্যাটিনামের আংটিতে হিরে পরার পরামর্শ দেওয়া হয়। কেউ কেউ সোনার আংটিতেও হিরে পরেন। কিন্তু সবাই যে হিরে পরতে পারবেন, তা নয়। কারণ রাশিচক্রে শুক্রের অবস্থান খারাপ হলে সৌন্দর্যের রত্নই আচমকা কালসাপ হয়ে উঠতে পারে।

  • 2/6

হিরে পরলে শুক্র শক্তিশালী হয়। শুক্র হল প্রেম, সম্পদ, সমৃদ্ধি ও বিলাসিতার কারক। কারও জন্মকুণ্ডলীতে শুক্র শুভ স্থানে থাকলে জীবনে আর্থিক উন্নতি আসে, প্রেম সফল হয়, মানসিক শান্তি বাড়ে। কিন্তু যাদের ক্ষেত্রে শুক্র দুর্বল বা অশুভ অবস্থানে থাকে, তাঁদের জন্য হিরে পরা একেবারেই বাঞ্ছনীয় নয়। উলটে আর্থিক ক্ষতি, সম্পর্ক ভাঙন, মানসিক অস্থিরতা, চাকরিতে সমস্যার মতো বিরূপ প্রভাব দেখা দিতে পারে।

  • 3/6

মেষ রাশির জাতকদের ক্ষেত্রে সমস্যা আরও বেশি। কারণ এই রাশির অধিপতি মঙ্গল। শুক্র ও মঙ্গলের স্বভাব একেবারেই বেমানান। তাই মেষ রাশির কেউ হিরে পরলে মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে। স্বাস্থ্য সমস্যা ও ব্যক্তিগত জীবনে টানাপোড়েন বাড়তে পারে।

  • 4/6

একই পরিস্থিতি সিংহ রাশিতেও। এই রাশির চাকরি, ব্যবসা ও স্বাধীন কাজের ক্ষেত্রে শুক্রের অবস্থান খুব শুভ নয়। ফলে সিংহ রাশির জাতক-জাতিকারা হিরে পরলে চাকরিতে জটিলতা, অব্যাহত ক্ষতি, বড়সড় আর্থিক সংকটে পড়ার ঝুঁকি তৈরি হয়। ব্যবসায় লোকসানও বাড়তে পারে।

  • 5/6

বৃশ্চিক ও ধনু রাশির ক্ষেত্রেও একই সতর্কতা রয়েছে। বৃশ্চিক রাশির স্বামী মঙ্গল,  যার সঙ্গে শুক্রের সম্পর্ক স্বাভাবিকভাবেই প্রতিকূল। ফলে হিরে পরলে প্রেমের সম্পর্কে বিশ্বাসের অভাব, টানাপোড়েন বা বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। ধনু রাশির জাতকদের ক্ষেত্রেও আর্থিক ক্ষতির সম্ভাবনা বেশি। অনিয়মিত খরচ, স্বাস্থ্য সমস্যা ও মানসিক চাপ বাড়তে পারে।

  • 6/6

মীন রাশির জন্যও হিরে শুভ নয়। কারণ এই রাশিতে শুক্রের অবস্থান স্থিতিশীল না হলে প্রেমজীবন বারবার ভেঙে যেতে পারে। সম্পর্কের টানাপোড়েন, ভুল বোঝাবুঝি, রোগব্যাধি, সবই বাড়তে পারে। তাই জ্যোতিষরা এই কয়েকটি রাশির মানুষকে বিশেষভাবে হিরে পড়া এড়াতে বলেন।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement