জ্যোতিষ শাস্ত্র মতে ভাগ্য, ভবিষ্যৎ ও ব্যক্তিত্বের কথা নিহিত রয়েছে হাতের রেখার মধ্যে। কিন্তু, শুধু রেখা নয়, আঙুলের নখ দিয়েও আপনার ভবিষ্যৎ সম্পর্কে জানা সম্ভব। অর্থাৎ আপনার হাতের নখের আকৃতি, গঠন ইত্যাদি বলে দেবে আপনার ভবিষ্যতের কথা। কীরকম? আসুন দেখি।
জ্যোতিষশাস্ত্র বলছে, যাঁদের নখ ছোটো ও হলদে হয়ে থাকে, তারা স্বার্থপর প্রকৃতির হয়ে থাকেন। এরা কোনওদিন অন্যের জন্য কোনও কিছু করতে চান না।
যেসব ব্যক্তির নখ অসমান বা অস্বাভাবিক আকৃতির তাদের মানসিক অবস্থার হঠাৎ করে পরিবর্তন হয়। অর্থাৎ এরা খামখেয়ালি গোছের মানুষ।
লম্বা নখওয়ালা মানুষরা সমস্ত কাজ আনন্দ ও উৎসাহের সঙ্গে করেন। এঁরা খুব তাড়াতাড়ি অন্যকে বিশ্বাস করেন ও প্রতারিত হন।
অনেকের নখ আবার তিনকোনা বা ত্রিভূজাকৃতির হয়। তারা জেদি হয়ে থাকে। খুব তাড়াতাড়ি রেগে যায়। আবার রাগ কমেও যায় দ্রুত।
যাদের নখের গড়ন বড় অথচ পাতলা তারা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে অক্ষম হন। এদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব থাকে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্যজনের উপর নির্ভরশীল থাকে।
অনেকের নখ তলোয়ারের মতো হয়ে থাকে। তারা পরিশ্রমী হয়ে থাকে। জীবনে সাফল্যও অর্জন করে।
অনেকের তর্জনীতে সাদা দাগ থাকে। জ্যোতিষ মতে এই দাগ শুভ। প্রেম ও দাম্পত্যজীবনে এরা সুখী হয়ে থাকে।