সঙ্গীকে কাছে পেলে যা না করে থাকতেই পারবেন না তা হল চুমু। যিনি যত ভাল চুমু খান তাঁর কাছে তাঁর সঙ্গী ততই বেশি আকর্ষণীয়৷ পার্টনারের কাছে সেরা Kisser হওয়ার জন্য কয়েকটি জিনিস মেনে চলুন। তাহলে আপনিও হয়ে উঠতে পারেন সেরা কিসার।
চুমু খাওয়ার সময়ে অনেকেই সঙ্গীর মুখ হাত দিয়ে ধরে রাখতে পছন্দ করেন। চুমুর গভীরতা যত বাড়তে থাকে চাপও বাড়তে থাকে। এক্ষেত্রে মাথায় রাখতে হবে, এতে সঙ্গীর গালে ব্যাথা লাগতে পারে। তাই সঠিক সময়ে হাত হালকা করে দিন।
চুমু খাওয়ার সময় ঠোঁটের খেলায় নজর দিন। শুরু থেকেই ঠোঁটের ওঠানামাতে নিয়ন্ত্রণ রাখুন।
অনেকেই এক নিঃশ্বাসে দমবন্ধ করা চুমু পছন্দ করেন। তবে বেশিক্ষণ তা করতে থাকলে দু'জনেরই শ্বাস কষ্ট হবে। তাই এই ধরনের চুমু খেতে হয় থেমে থেমে। সেকেন্ডখানেক বা দুয়েক বিরতি দিয়ে। তবেই এর সম্পূর্ণ স্বাদ পাওয়া যায়।
লিপলকের সময় জিভের গুরুত্বপূর্ণ কাজ থাকে৷ ঠিকঠাক জিভ ঘোরালে চুমুও পারফেক্ট হবে। তাই চুমুর খেলার সময় জিভের খেলাটাও একটু ভেবে খেলুন।
ডিপ কিসে দাঁতের সঠিক ব্যবহার জানতে হবে। চুমু খাওয়ার সময় দাঁত দিয়ে ঠোঁটের উপর হাল্কা চাপ সঙ্গীর উদ্দমতা বাড়িয়ে দেয় কিন্তু কামড় বসানোটা সব সময় সবাই পছন্দ করে না। সঙ্গীর পছন্দ বুঝে এমন চুমু খাওয়া উচিত।
চুমু খাওয়ার সময় চোখ খুলে রাখলে চুমুর আমেজটা নিতে পারবেন না। চুমুতে আপনা-আপনিই চোখ বুজে আসে। তাই চুমু খাওয়ার সময় চোখ খোলা থাকলে সঙ্গীর মনে হতে পারে যে আবেগে কিছু ঘাটতি রয়েছে।
সঙ্গীর উচ্চতা যদি আপনার থেকে কম হয় তবে দাঁড়িয়ে দীর্ঘ সময় চুমু খেলে তাঁর ঘাড় এবং কাঁধ ব্যাথা হওয়া স্বাভাবিক। যত গভীর প্রেমই হোক না কেন দু'জনের যাতে সুবিধা হয় সেভাবে চুমু খান।