নতুন বছর ২০২৩ সাল শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। এমন অনেক দম্পতি আছেন যাঁদের সন্তান আগামী বছর জন্ম নিতে চলেছে। সন্তানকে নিয়ে অনেক আশা, অনেক স্বপ্ন ভাবী বাবা-মায়েদের। অনেকে তো আগত সন্তানের নাম পর্যন্ত ভাবতে শুরু দিয়েছেন। আর নাম হচ্ছে মানুষের প্রথম ও প্রাথমিক পরিচয়। তাই প্রত্যেক বাবা মায়েরই ইচ্ছা থাকে, তাঁদের সন্তানের নামটি যেন হয় স্পেশাল। সঙ্গে হতে হবে দারুণ অর্থবহ। যাঁরা এখন থেকেই সন্তানের নাম নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন, তাদের জন্য এই প্রতিবেদন। এই প্রতিবেদনে আগামীর শিশু পুত্র ও কন্যাদের জন্য বেশকিছু দারুণ নামের কালেকশান দেওয়া হল, যেখান থেকে আপনিও কোনওটি বেছে নিতে পারেন আপনার সন্তানের জন্য। চলিন তাহলে সেই নামগুলি জেনে নেওয়া যাক।
শিশুপুত্রদের নাম
 প্রথম
 বলবীর
 বাহাদুর
 আয়ন
 অর্থ
 আরভ
 আদিত্য
 আবীর
  
অমিত
 অর্চিত
 আকাশ
 আহির
 অক্ষয়
 কানহা
  
অজয়
 অঙ্কুর
 আনন্দ
 তেজস্বী
 অমূল্য
 আনমোল
  
শিশুকন্যাদের নাম
 আধ্যা
 শক্তি
 অদিতা
 উৎপত্তি
 আদ্রিকা
  
আগম
 আহানা
 কিরণ
 আকৃতি
 আলিয়া
 আরভি
 আরজু
 তমন্না
 আশী
 মুসকান
 খুশি
 অশনি
 রোশনি
 আয়াত
  
পরম্পরা
 সঙ্গম
 দেবী
 লক্ষ্মী
 আবোলি
 কোমল
 আলিশা
 অন্বেষা
 বদ্রিকা
 বাণী
 সরস্বতী
 ভাগ্য