একদিন আগেই চিনা অ্যাপ টিকটক বন্ধ করেছে পাকিস্তান। তার একদিন যেতে না যেতেই দেশ ছেড়ে যাওয়ার কথা ঘোষণা করল পাকিস্তানের বহুল জনপ্রিয় টিকটক তারকা জন্নত মির্জা।
পাকিস্তানে জন্নত মির্জাই প্রথম টিকটক স্টার যার অনুরাগীর সংখ্যা এক কোটির বেশিও। সেই তারকা দেশ ছেড়ে চলে যাওয়ার কথা ঘোষণা করতেই ভেঙে পড়েন তাঁর অনুরাগীরা।
জন্নতের অনুরাগীদের মধ্যে একজন তো বলেই ফেলেছেন, "কেন আপনি জাপান চলে যেতে চাইছেন?"
ফ্যানের এই প্রশ্নের উত্তরে টিকটক সেনসেশন জন্নত অবশ্য বলেন, "যদিও পাকিস্তান দেশ হিসেবে খুবই সুন্দর, কিন্তু এখানকার মানুষের মানসিকতা ভাল নয়।"
প্রসঙ্গত, ভারত ও আমেরিকার পর অক্টোবরের ৯ তারিখ চিনা অ্যাপ টিকটকে নিষেধাজ্ঞা আরোপ করে ইমরান খানের দেশ।
সে দেশের তরফে বলা হয় 'অনৈতিক কন্টেন্ট' রয়েছে এই অ্যাপটিতে। বাইটডান্সের তৈরি এই অ্যাপটি পাকিস্তানে প্রায় ৩ কোটি ৯০ লক্ষ মানুষ ডাউনলোড করেছে।
হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের পর টিকটক সে দেশে জনপ্রিয় অ্যাপগুলির মধ্যে একটি ছিল।
তবে আদালতে টিকটক নিষেধাজ্ঞার পক্ষে মামলা দায়ের হয়। বলা হয় এই অ্যাপ ব্যবহার করে ইতিমধ্যেই ১০ জনের মৃত্যু হয়েছে।