Advertisement

লাইফস্টাইল

Patisapta Recipe: পাটিসাপটার পুরটাই আসল, এভাবে তৈরি করলে খাবেন চেয়ে চেয়ে

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Jan 2026,
  • Updated 5:51 PM IST
  • 1/13

পিঠে-পুলি মানেই প্রথমে মনে আসে পাটিসাপটার কথা। 
 

  • 2/13

ডায়েট ভুলে গোটা পাঁচেক পাটিসাপটা খেয়ে নেওয়া যায় অনায়াসে। 

  • 3/13

তবে পাটিসাপটার ভেতরে যে পুরটা থাকে, সেটাই হল গেম চেঞ্জার। মুখে দিতেই স্বর্গসুখ।

  • 4/13

সহজভাবে শিখে নিন পাটিসাপটা ও পুর বানানোর রেসিপি। 
 

  • 5/13

পাটিসাপটার জন্য লাগছে সেদ্ধ চালের গুঁড়ো, ময়দা, সুজি, চিনি, নুন, কোরানো নারকেল, গুড়, সাদা তেল, দুধ, গুঁড়ো দুধ ও এলাচ গুঁড়ো। 
 

  • 6/13

একটা পাত্রে তাতে চালের গুঁড়ো, ময়দা, সুজি নিয়ে ভাল করে মেশান। এরপর এতে চিনি দিন। 
 

  • 7/13

তারপর নুন দিয়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নিন সবটা। ব্যাটারটা যেন বেশি পাতলা আবার বেশি ঘন না হয়। 
 

  • 8/13

এরপর এই ব্যাটারের মধ্যে স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুধ ধীরে ধীরে মেশাতে থাকুন। ব্যাটার তৈরি হয়ে গেলে তা ঢাকা দিয়ে রাখুন কিছুক্ষণ। 
 

  • 9/13

ব্যাটারের পর এবার পুর তৈরি পালা। কড়াইতে কোরানো নারকেল দিন। ভাল করে নাড়াচাড়া করে এলাচ গুঁড়ো ও গুড় দিয়ে দিন। আবার ভাল করে নাড়িয়ে নিন। 
 

  • 10/13

তৈরি নারকেলের পুর। এবার গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে গরম করে নিন। গরম হয়ে গেলে আঁচ কমিয়ে দেবেন। 
 

  • 11/13

হাতার সাহায্যে ব্যাটার দিন প্যানে। হাতার উল্টোদিক দিয়ে ভাল করে ছড়িয়ে দিন। 
 

  • 12/13

এবার নারকেলের পুর হাতের মুঠোয় নিয়ে ভাল করে চেপে চেপে লম্বাটে আকার দিয়ে পাটিসাপটার উপরে বসান। 
 

  • 13/13

তারপর খুন্তির সাহায্যে রোল করে নিয়ে নামিয়ে নিন। তৈরি আপনার পাটিসাপটা।  
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement