সামনেই দীপাবলি। এই সময় প্রিয়জনকে কী উপহার দেবেন বুঝে পাচ্ছেন না। উৎসবের আগে সব জিনিসেই দারুণ অফার থাকলেও, স্মার্টফোন সেলে জোয়ার আসে। কিন্তু স্মার্টফোন কেনার সময় পকেটের দিকেও নজর রাখতে হবে। এক নজরে ১০,০০০ টাকার কম দামে সেরা স্মার্টফোনগুলি দেখে নিন।
১০ হাজার টাকার মধ্যে একগুচ্ছ স্মার্টফোন কেনার অপশন রয়েছে। এটি এমনই এক প্রাইস ক্যাটেগরি, যার চাহিদা এই মুহূর্তে সবথেকে বেশি ভারতে। তাই প্রায় সব স্মার্টফোন সংস্থাই ১০,০০০ টাকার মধ্যে দুর্দান্ত কিছু স্মার্টফোন অফার করে থাকে। তাদের মধ্যে বেশ কিছু ফোন কেবল দেখনদারিতেই সুন্দর, আর কিছু ফোন সত্যিই পারফরম্যান্সের দিক থেকে চমৎকার।
২০২১ সালে ভারতের মার্কেটেও ১০,০০০ হাজার টাকার মধ্যে একাধিক স্মার্টফোন লঞ্চ করেছে। সেই লাইন আপ বেশ লম্বা।
তালিকায় রয়েছে Xiaomi থেকে শুরু করে Realme, Oppo, Vivo, Samsung-সহ আরও বেশ কিছু স্মার্টফোন-মেকারের একাধিক মডেল। এই মুহূর্তে একাধিক স্মার্টফোন বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে সেলে বিক্রি হচ্ছে। ২০২১ সালে লঞ্চ হওয়া এমনই সেরা স্মার্টফোনের তালিকা রইল আপনাদের জন্য, যাদের দাম ১০,০০০ টাকারও কম। তালিকা দেখে নিজের জন্য সেরাটা বেছে কিনে ফেলুন।
Realme Narzo 30A
রিয়েলমি নারজো ৩০এ ফোনে আছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস মিনি ড্রপ ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, ৪ জিবি পর্যন্ত র্যাম, ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ, ১৩ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল এইচডি এআই ফ্রন্ট ক্যামেরা, ৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১৮ ওয়াট কুইক চার্জ সাপোর্ট। এই ফোনে আছে ট্রিপল ক্যামেরা। ৪৮ এমপি সেন্সর এবং ফিঙ্গার প্রিন্ট। সঙ্গে আছে সাইড সেন্সরও। আছে এলইডি ফ্ল্যাশও। ফোনের সামনের দিকে একদম উপরে আছে সেলফি ক্যামেরা। এই ক্যামেরা চৌকো। সাড়ে ৬ ইঞ্চি ডিসপ্লে। রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি। 3GB RAM + 32GB-সহ Realme Narzo 30A দাম ভারতীয় বাজারে ৮,৯৯৯ টাকা।
Redmi 9
ফোনে৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য, এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও G80 প্রসেসর রয়েছে। এই ফোনটি MIUI11 অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড 10 এর ভিত্তিতে কাজ করে। ফোনের ইন্টারনাল স্টোরেজ বাড়ানোর জন্য সংস্থাটি এতে মাইক্রো এসডি সুবিধা সরবরাহ করেছে। Redmi 9 Prime ফোনে ৪টি ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্য়ে একটি 13-মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-লেন্স, 5-মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার লেন্স, এবং একটি 2-মেগাপিক্সেল ডেপথ লেন্স পাবেন। এর পাশাপাশি একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। পাওয়ারের জন্য, এই ফোনে 10W ফাস্ট চার্জিং সপোর্ট সহ 5,020 mAh ব্যাটারি রয়েছে। রেডমি ৯ প্রাইম এর বেস মডেলের দাম ১০ হাজার টাকার মধ্যে। এই ফোনটিচে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রোটেকশন সহ ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০x২৩৪০ পিক্সেল) ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৮০ অক্টা কোর প্রসেসর, ১৩ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১৮ ওয়াট কুইক চার্জার ৩.০ সাপোর্ট, ৫,০২০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
Realme C25
চলতি বছরেই Realme C25 নামের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করে রিয়েলমি । Realme C25 ফোনে একটি ৬.৫ ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে, যার অ্যাসপেক্ট রেশিও 20:9। পারফরম্যান্সের জন্য ফোনটিতে থাকছে MediaTek-এর Helio G70 অক্টা-কোর প্রসেসর। Realme-র এই নয়া মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি সেন্সর 48MP। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি 2MP মনোক্রোম সেন্সর, একটি 2MP ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য ফোনের সামনে একটি 8MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকছে। এই স্মার্টফোনে অত্যন্ত শক্তিশালী 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 18W ফাস্ট-চার্জিং সাপোর্ট করে।
Samsung Galaxy M02
দাম শুরু ৮,৯৯৯ টাকা থেকে। তলতি বছরের শুরুতেই স্যামসাং গ্যালাক্সি এম০২এস ভারতে এসেছিল। এই ফোনে আছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ইনফিনিটি-ভি ডিসপ্লে, অক্টা কোর স্ন্যাপড্রাগন ৪৫০ প্রসেসর, ৪ জিবি পর্যন্ত র্যাম, ৬৪ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ, ১৩ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার, ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।
Oppo A12
এই ফোনটিতে সেরা সাইজের 6.22 ইঞ্চির ওয়াটারড্রপ আই সুরক্ষা স্ক্রিন ব্যবহার করা হয়েছে, যা বডির অনুপাতের 89% স্ক্রিন সরবরাহ করে। এছাড়াও, এই ফোনের ডিসপ্লেতে একটি ব্লুলাইট ফিল্টার রয়েছে যা ইউজারের চোখের চাপকে হ্রাস করার পাশাপাশি তার দৃষ্টিশক্তি রক্ষা করে। এই ফোনের প্রস্থ 8.3mmএবং ওজন মাত্র 165 গ্রাম।এটি এক হাতে ব্যবহার করা খুব সহজ। এই ফোনটি সম্পর্কে সবচেয়ে আকর্ষণীয় জিনিসটি এর ডিজাইন। এই ফোনটি 3D ডায়মন্ড ব্লেজ ডিজাইনের সাথে তৈরি করা হয়েছে। এই ফোনটি নীল এবং কালো অপূর্ব দুটি রঙে উপলব্ধ। এই ফোনটিতে একটি দারুণ 4230mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার সাহায্যে আপনি আপনার প্রিয় ভিডিওগুলি অবিচ্ছিন্নভাবে 8 ঘন্টা দেখতে পারবেন এবং এর মাধ্যমে আপনি দীর্ঘ সময়ের জন্যগান, গেমস এবং আপনার প্রিয়জনের সাথে কথা বলতে পারবেন। যদি আপনি এই ফোনের র্যারম এবং রমের সম্পর্কে কথা বলেন তবে এই ফোনটি 2টি দুর্দান্ত মেমরির কম্বিনেশান, 3GB + 32GB এবং 4GB + 64GB তে পাওয়া যাবে। আপনি নিজের স্মরণীয় মুহুর্তগুলি সংরক্ষণ করতে চান বা আপনার গেমিংয়ের অভিজ্ঞতাটি আরও উন্নত করতে চান, এই ফোনে দেওয়া তিনটি কার্ড স্লটের সাহায্যে, আপনি এর মেমরি 256GB পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন। এখন ক্যামেরা সম্পর্কে কথা বলা যাক, OPPO A12তেডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে, যার প্রাইমারি ক্যামেরাটি 13 MPএবং অন্যটি 2 MP। এর সেলফি ক্যামেরাটি 5 MP এর;এই ফোনটি 6x জুম এবং ব্রাস্ট মোডে সজ্জিত।