খুব গভীর সম্পর্ক থেকে হঠাৎ করে মনের মানুষটিকে খুব অচেনা লাগছে? হঠাৎই যেন মানুষটি বদলে গেছে? তাহলে সাবধান হন। হতে পারে তিনি অন্য কারো সঙ্গে সম্পর্ক যুক্ত হয়েছেন।
দেখে নিন কোন লক্ষণগুলি থেকে বুঝবেন আপনার সঙ্গী অন্য কারো সঙ্গে সম্পর্কে যুক্ত হয়েছেন।
এতদিন তাঁর ফোন, ল্যাপটপ আপনি অনায়াসে ব্যবহার করতেন। কিন্তু হঠাৎ করেই দেখতে পেলেন সব কিছুতে পাসওয়ার্ড দেওয়া এবং সেটি আপনাকে জানাতে চাইছেন না। তাহলে হতে পারে তিনি আপনার থেকে কিছু লুকোচ্ছেন।
হঠাৎ করেই অসময়ে ওয়াশরুমে যাচ্ছেন এবং হাতে করে ফোন নিয়ে যাচ্ছেন তিনি। তার সঙ্গে আপনি যদি শুনতে পান খুব আসতে কিংবা ফিসফিস করে গলার আওয়াজ তাহলে কিন্তু সাবধান।
আগে যেখানে বলতেন চাঁদ এনে দেবেন, সেখানে এখন পান থেকে চুন খসলেও অশান্তি হচ্ছে। ছোট ছোট এড়িয়ে যাওয়ার মতো কথাতেও আপনার সঙ্গী যদি ঝগড়া করেন এবং ঘটনাটি দীর্ঘদিন ধরে একই ভাবে চলে, তাহলে বিষটি চিন্তার।
অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে, একদিন সারাদিন আপনার সঙ্গে ভালো ভাবে থেকে পরের দু-তিনদিন কোনরকম পাত্তাই নেই তাঁর। এমনকি একটা ফোন পর্যন্ত আপনাকে করছেন না। তাহলে বিষয়টি অবশ্যই অস্বাভাবিক।
সারাদিনে যতবারই ফোন করছেন প্রত্যেক বারই ব্যস্ত আছি কিংবা একটু পরে ফোন করছি বলে রেখে দিয়ে আর পুনরায় ফোন বা মেসেজ করছেন না। কিংবা যতবারই আপনি দেখা করার প্ল্যান করছেন, প্রতিবারই কোনও বাহানায় তা ভেস্তে দিচ্ছেন তিনি। তাহলে কিন্তু সাবধান!
বিশেষ মুহূর্তে যখনই আপনি চাইছেন সেই মানুষটিকে কাছে পেতে, প্রত্যেক বারই তাঁর যৌন চাহিদায় অনীহা থাকছে।
কোনও কারণ ছাড়াই ছোটখাটো বিষয়ে তিনি সুযোগ খুঁজছেন আপনাকে ভুল প্রমাণ করার কিংবা আপনাকে প্রতারক বলছেন অকারণে।
সোশ্যাল মিডিয়ায় কিংবা সামাজিক কোনো অনুষ্ঠানে তিনি বারবারই চাইছেন আপনার ব্যাপারে যাতে কেউ না জানুক। তাহলে কিন্তু বিষয়টি অন্যরকম হতে পারে।