Advertisement

লাইফস্টাইল

চরিত্রে থাকতে পারে এই লক্ষণ, নভেম্বরে জন্মালে কেমন মানুষ আপনি

Aajtak Bangla
Aajtak Bangla
  • 02 Nov 2020,
  • Updated 7:46 PM IST
  • 1/9

নভেম্বর মাসে জন্মানো ব্যক্তিরা খুব মেধাবী হয়। এই মাসে হওয়া বিভিন্ন ক্ষেত্রের দুর্দান্ত ব্যক্তিত্বরা নিজেরাই এই সত্যটির প্রমাণ করেছেন। শাহরুখ খান, উইনস্টন চার্চিল, জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, বিরাট কোহলি,ঐশ্বর্য রাই, সানিয়া মির্জা, নীতা আম্বানি, অমর্ত্য সেন, কমল হাসান, ইয়ামি গৌতম, জুহি চাওলা, রানী লক্ষ্মীভাই, তাব্বু, সুস্মিতা সেন, জিনাত আমান, হরিভংশ রায় বচ্চন, মুলায়ম সিং যাদব সকলেই নভেম্বরে জন্মগ্রহণ করেছেন।

  • 2/9

এই নামগুলি দেখে আপনি অনুমান করতে পারেন যে নভেম্বর মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিত্বরা কতটা চিত্তাকর্ষক এবং তাঁরা নিজেদের জায়গায় কতটা উচ্চ স্থানে পৌঁছেছেন । নভেম্বরে জন্মগ্রহণকারী ব্যক্তিদের চূড়ান্ত ভাগ্যবান, ধনী মনে করা হয়। আসুন জানা যাক এই মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিদের বিশেষ কিছু বৈশিষ্ট।
 

  • 3/9

নভেম্বরে জন্মগ্রহণকারী ব্যক্তিরা অন্যদের থেকে খুব আলাদা হয়। তাঁদের চিন্তাভাবনা অন্যদের থেকে আলাদা হয়। এমনকি তাঁদের কাজের পদ্ধতিও সম্পূর্ণ আলাদা, যা প্রত্যেককে প্রভাবিত করে।

  • 4/9

এই মাসে জন্মগ্রহণকারীরা খুব সৎ হয়। বন্ধু, পরিবার কিংবা স্ত্রী, তাঁরা কখনই কারও সঙ্গে প্রতারণা করেন না। বলা হয় যে এই ব্যাক্তিদের অন্ধভাবে বিশ্বাস করা যায়।

  • 5/9

নভেম্বরে জন্মানো মানুষদের ব্যক্তিত্বের প্রতি খুব আকৃষ্ট হয় সকলে। তাঁরা যেখানেই যায় না কেন তাঁরা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। লোকেরা তাঁদের উপস্থিতি পছন্দ করে। কখনও কখনও অন্যান্য লোকেরা এতে ঈর্ষা বোধ করে।

  • 6/9

এই মাসে জন্ম হওয়া লোকেরা সময় মতো কাজ করেন। তাঁরা যা একবার বলেন বা করার সিদ্ধান্ত নেন, সেটি করেন। যে কোনও কাজে এই ব্যাক্তিরা নিজেদের ১০০ শতাংশ দেন। তাঁরা খুব পরিশ্রমী এবং বুদ্ধিমান হন।
 

  • 7/9

এই মাসে জন্ম নেওয়া লোকেরা অন্যদের গোপনীয়তায় হস্তক্ষেপ করতে পছন্দ করেন না। এবং নিজেদের ব্যক্তিগত জীবনকেও সব কিছু থেকে আলাদা রাখতে পছন্দ করেন। 

  • 8/9

নভেম্বরে জন্মানো ব্যাক্তিরা  সবার থেকে আলাদা এবং সম্পূর্ণ নতুন পথে এগোতে পছন্দ করে। তাঁদের নিকট বন্ধুরা এবং পরিবার তাঁদের এই অভিনবত্বের প্রশংসা করেন। অন্যান্য লোকেরা কীভাবে কোনও কাজ করছেন সেগুলিয় তাঁরা মাথা না ঘামিয়ে নিজস্ব কায়দায় যে কোনও কাজ করেন।

  • 9/9

 এই সমস্ত ব্যক্তিদের নিজস্ব মতামত থাকে এবং তাঁরা কেবল সঠিক যেটি সেটিই বিশ্বাস করেন। অনেক সময় তাঁরা জেদিও হন কিছু কিছু বিষয়। যার ফলে অনেক ক্ষেত্রে মানতে চাননা যে, তাঁরা কোনও ভুল করেছেন।

Advertisement
Advertisement