Advertisement

লাইফস্টাইল

আর্থিক অবস্থার অবনতি? জেনে নিন ফেং শ্যুই মতে সংসারে অর্থাভাব দূর করার সহজ উপায়

Aajtak Bangla
  • 31 Oct 2020,
  • Updated 12:22 PM IST
  • 1/7

চলতি বছরে খারাপ সময় যেন কিছুতেই কাটছেনা। ২০২০–র অতিমারী, বিশ্ব অর্থনীতিতেও যথেষ্ট প্রভাব ফেলেছে। এর মধ্যে আপনারও কি গৃহলক্ষ্মী  কিছুটা মুখ ভার করেছে? ৩০ ও ৩১ অক্টোবর ঘরে ঘরে পালিত হচ্ছে লক্ষ্মী পুজো। ধন সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করতে ভক্তি ভরে আরাধনা করেন অনেকে। তা সত্বেও আর চিন্তা না করে দেখে নিন ফেং শ্যুই মতে, গৃহে অর্থ সংকট কাটানোর পাঁচটি সহজ উপায়। 
 

  • 2/7

১। নিজের বাড়ি ও কর্মস্থলে যতটা সম্ভব জায়গা খালি রাখুন। অযথা আসবাব দিয়ে ঘর ভরাবেন না। ফাঁকা জায়গায় পজিটিভ এনার্জি অনেক বেশী আসে। তারই সঙ্গে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবেই। 

  • 3/7

২। বাড়ির এদিকে ওদিকে জমে থাকা সব আবর্জনা, অপ্রয়োজনীয় জিনিস পরিষ্কার করে ফেলুন তাড়াতাড়ি। বিশেষজ্ঞদের মতে বাড়িতে জমে থাকা কিংবা জড়ো করে রাখা জিনিস আপনার বাড়িতে লক্ষ্মী আসতে বাঁধা দেয়।
 

  • 4/7

৩। সোনালী রঙ অর্থনীতির বৃদ্ধির জন্যে ভালো। ফেং শ্যুই মতে, আয়নাও টাকা পয়সা বৃদ্ধিতে খুব কার্যকরী ভুমিকা পালন করে। আপনার বেডরুম কিংবা কর্মস্থলের দেওয়ালে নিজের মন পসন্দ ও মানানসই আয়না লাগাতে পারেন। আর সেই আয়নার রঙ যদি হয় সোনালী, তবে তো কথাই নেই। 

  • 5/7

৪। প্রাচীন সংস্কৃতি অনুযায়ী, অর্থনৈতিক সম্পদের সঙ্গে জলের শক্তির সংযোগ উপস্থিত। তাই অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্যে জল প্রবাহ করছে, এরকম কোন শো- পিস বাড়িতে রাখা খুব উপকারী। সেই ক্ষেত্রে কাঠের জল প্রবাহ বা ঝর্ণা শো- পিস রাখা বেশী ভাল। তবে জেনে রাখা ভালো, বেডরুমে কোন ভাবেই এটি রাখা যাবেনা।
 

  • 6/7

৫। জীবনে অর্থনীতির প্রবাহের জন্যে লাফিং বুদ্ধ রাখতে পারেন আপনার বাড়ি বা অফিসে। তবে এটিকে রাখতে হবে কোন উচুঁ স্থানে। অথবা নিজের চোখ বরাবর জায়গায়।

  • 7/7

তাহলে আর দেরী কেন? উপরের নিয়মগুলো মেনে চলুন আর ‘ভাঁড়ে মা ভবানী’ থেকে ফুলে ফেঁপে উঠুক আপনার ধন – সম্পদ। তবে সবশেষে একথা বলা বাহুল্য, ফেং শ্যুই মতে সবথেকে গুরুত্বপূর্ণ, সব সময় পজিটিভ থাকা। তাই একথা বলাই যায়,‘পজিটিভিটি’ ও নিজের উপর বিশ্বাস রাখাই সব ভালোর মূল চাবিকাঠি।

Advertisement
Advertisement