সারা পৃথিবী জুড়ে চুল বা টাক পড়ার সমস্যায় অনেকেই সম্মুখীন হন। থাইল্যান্ডের বিশেষজ্ঞরা দাবি করছেন টাকের জন্যে একটি খুব ভালো চিকিৎসা রয়েছে। তাঁরা জানিয়েছেন ম্যানগ্রোভ গাছের নার্যাস পুণরায় চুল গজাতে পারে। নির্যাসকে অ্যাভিসকুইনন সি বলে। এটি চুলের গোড়া হালকা করে এমন হরমোনকে বাঁধা দেয়।
চুলালংকর্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা একটি পরীক্ষা করেছিলেন ৫০ জন মহিলা ও পুরুষের মধ্যে। এই সমীক্ষায় অংশ নিয়েছিলেন যারা, তাঁরা সকলেই অ্যানড্রোজেনিক অ্যালোপেসিয়ায় অর্থাৎ চুল পড়ার সমস্যায় ভোগেন। এই চিকিৎসার পরে শুধুমাত্র তাঁদের চুল পড়া অনেক কমেছে।
এই গবেষণার সঙ্গে যুক্ত এক প্রফেসর জানিয়েছেন, আমরা মানুষের মাথার সব অংশের ছবি তুলেছি। এছাড়াও আমরা মাইক্রোস্কোপের সাহায্যে যে সমস্ত অংশে চুল পড়ে, সেখানে ভালো করছ পর্যবেক্ষণ করেছি। এই পদ্ধতিটি চার মাস পুণরাবৃত্তি করা হয়েছিল। তারপরে আমরা যখন টাকের জায়গাটি পর্যবেক্ষণ করেছি, একমাস পরে আমরা দেখতে পেয়েছি সেখানকার চুল অনেক শক্তিশালী হয়েছে।সেটা ছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনও ব্যক্তি কোনও রকম এলার্জি হয়নি।
এই বিষয়ে প্রফেসর ওয়ানচাই দিকনাকমুল জানিয়েছেন, ম্যানগ্রোভের নির্যাস এভিসেন্নিয়া মারিন নামে পরিচিত। আমরা খুঁজে পেয়েছি যে এই গুরুত্বপূর্ণ রাসায়নিকের অনেকগুলো উপকার রয়েছে।
প্রথমত এটি সব রকমের চুল পড়তে সাহায্য করে এই ধরণের হরমোনকে বাঁধা দেয়। তাছাড়াও এর ফলে প্রোটিনের উৎপাদন হয়, যেটি চুলের বৃদ্ধি ঘটায়।
এই গবেষণার পরবর্তী ধাপে আরও বিপুল পরিমাণ মানুষের উপর করা হবে। যাতে থাইল্যান্ডের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এটি অনুমোদন করে দেয়। একটি প্রাইভেট কোম্পানি ইতিমধ্যে চুল পড়া কমানোর এই উপাদানটি তৈরীর জন্য প্রস্তুত হয়েছে। আশা করা যাচ্ছে আগামী ৬ মাসের মধ্যে বাজারে এই প্রোডাক্টটি পাওয়া যাবে।
(ছবি- Getty Image)