Advertisement

লাইফস্টাইল

Custered Apple Benefit: সস্তার এই ফলেই সারে হাঁপানি, ডায়বেটিস, হার্টের রোগ, দূরে রাখে ক্যানসার-বদহজমও

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 20 Mar 2023,
  • Updated 8:00 AM IST
  • 1/10

একসময় প্রচুর পরিমাণে মিলত। এখন অনেক কমে গেছে। সুস্বাদু হলেও কখনও আম-জাম-তরমুজ-আঙুরের ভিড়ে কখনও জাতে উঠতে পারেনি। গ্রাম বাংলার আতা এবং নোনা দেখতে আলাদা হলেও একই জাতের এবং স্বাদে প্রায় একই রকম ফল। ভিতরটাও একইরকম। এই ফল অনেকেই বাজারে গিয়ে কেনেন না। আপেল, কমলালেবু, কলা, মায় বিদেশী কিউই, ড্রাগনফ্রুট এলেও আতা আসে না। কিন্তু অনেকেই জানেন না, নিয়মিত আতা খেলে অনেক রোগ কাছেই ঘেঁষে না। নিয়মিত আতা খেতে পারলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে না।

  • 2/10

আতা ফলের বেশ কয়েকটি প্রজাতি ও প্রকরণ আছে। সবগুলোকেই ইংরেজিতে ‘কাস্টার্ড অ্যাপল’, ‘সুগার অ্যাপল’, ‘সুগার পাইন এপল’ বা ‘সুইটসপ’ বলা হয়। অঞ্চলভেদে নামের কিছু পার্থক্য রয়েছে আতা ফলে। এতে রয়েছে প্রচুর পুষ্টি উপাদান। যা আপনার শরীরের বিভিন্ন রোগের প্রতিরোধক হিসেবে কাজ করে থাকে। হয়তো আমাদের জানা নেই, আতা দুগ্ধজাত পণ্যের বিকল্প হিসেবে অনেক দেশে পছন্দের খাবার। 

  • 3/10

ডায়াবেটিস নিয়ন্ত্রণ (Diabetes)

আপনি যদি ডায়াবেটিসে আক্রান্ত হন, তাহলে রক্তের গ্লুকোজ মাত্রা কমাতে আতা ফল খাওয়া শুরু করুন। এছাড়াও, কাস্টার্ড আপেলের ডায়াবেটিস ফাইবারের উপস্থিতিতে চিনির শোষণ কমানো যায়।

  • 4/10

হার্ট অ্যাটাক প্রতিরোধ (Heart Attack)

আতা ফলে থাকা ম্যাগনেসিয়াম আপনার কার্ডিয়াক সমস্যা প্রতিরোধে সাহায্য করে। সেইসঙ্গে এতে থাকা ভিটামিন বি-৬ হোমোকিসস্টাইন নিয়ন্ত্রণ করে। এবং এই ফলে আছে অ্যামিনো অ্যাসিড যা হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি করে।

  • 5/10

ক্ষত শুকায় (Heels Injury)

গবেষকদের মতে, আতা ফলের বীজগুলো ক্ষত শুকাতে সাহায্য করে। এই বীজ ব্যবহারের মাধ্যমে ত্বকের গভীরে থাকা কোষের পুনঃবৃদ্ধি পায় এবং ক্ষত স্থানের ব্যথা তাৎক্ষণিকভাবে পালায়। এই বীজে এন্টি-ব্যাকটেরিয়াল প্রোপার্টি রয়েছে।

  • 6/10

বদহজম প্রতিরোধক (Digestive)

তামা ও ডায়াটেরি ফাইবার সমৃদ্ধ এই ফলটি খুব সহজেই হজম হয়। এবং শরীর এর গুণাগুণ তাৎক্ষণিক পেতে থাকে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, আতা ফলের গুড়া এক গ্লাস পানিতে মিশিয়ে খেলে আপনার ডায়রিয়ার সমস্যাও মুহূর্তেই গায়েব হবে।

  • 7/10

ক্যান্সার প্রতিরোধ (Cancer Protector)

এক গবেষণায় দেখা গেছে, আতা গাছের পাতার নির্যাস স্তন ক্যান্সার প্রতিরোধ করে। স্তনের কোষে থাকা বিষাক্ত টক্সিন দূর করে। এছাড়া অ্যান্টি-অক্সিডেন্টপূর্ণ আতা ফল আপনার শরীরের কোষগুলোকে বিভিন্ন ড্যামেজ থেকে রক্ষা করে।

  • 8/10

ত্বক এবং চুলের যত্ন (Skin Care And Hair Treatment)

আতা ফল ভিটামিন ‘এ’ সমৃদ্ধ। যা আপনার ত্বক ও চুলের জন্য জাদুকরী ভূমিকা পালন করে। এটি যখন ত্বক ও চুলে ব্যবহার করা হয় তখন এটি ময়শ্চারাইজিং এজেন্ট হিসাবে কাজ করে। এমনকি এটি আপনার চেহারায় বয়স্কের ছাপ প্রতিরোধ করে। আতা ফলেরর ছোট ছোট কোষগুলো আলসারের বিরুদ্ধে কার্যকরী।

  • 9/10

দাঁত ও মাড়ি মজবুত করে (Teeth And Gum)

বিশেষজ্ঞরা সপ্তাহে অন্তত একবার দাঁত পরিষ্কার করার জন্য আতা ফলের চামড়া ব্যবহার করে সুপারিশ করেন। এটি ব্যবহারের ফলে দাঁত ক্ষয় রোধ হয় এবং মাড়িকে আরো মজবুত করে।

  • 10/10

হাঁপানি প্রতিরোধক (Asthama)

হাঁপানি রোগী হিসাবে যদি আপনি মূলার রস খেয়ে থাকে তাহলে অবশ্যই আতা ফলের রস খাবেন। এটি ভিটামিন বি-৬ সমৃদ্ধ যা আপনার হাঁপানি প্রতিরোধে সাহায্য করবে।

Advertisement
Advertisement