Advertisement

লাইফস্টাইল

কিরণ খের আক্রান্ত, Multiple Myeloma লক্ষ্মণ, চিকিৎসা কী? জেনে নিন

রজত কর্মকার
  • কলকাতা,
  • 01 Apr 2021,
  • Updated 3:00 PM IST
  • 1/12

প্রবীণ বলিউড অভিনেত্রী এবং বিজেপি সাংসদ কিরণ খের আক্রান্ত ব্লাড ক্যানসারে। ডাক্তারি ভাষায় এই রোগকে বলা হচ্ছে Multiple Myeloma.

  • 2/12

কী এই Multiple Myeloma? কেমন ভাবে শরীরে বাসা বাঁধে এই মারণ রোগ? দেখুন চিকিৎসকরা কী বলছেন...

  • 3/12

আমেরিকান ক্যানসার সোসাইটির মতে, যেখন শরীরে কোনও কোষ অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়, তাকে ক্যানসার বলা হয়। রক্তের প্লাজমা কোষের অস্বাভাবিক বৃদ্ধিকে বলা হয় Multiple myeloma.

  • 4/12

প্লাজমা কোষ অস্থি মজ্জা বা বোন ম্যারোতে পাওয়া যায়। এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।

  • 5/12

এই কোষই যখন অস্বাভাবিক হারে বাড়তে থাকে তখন তাকে Multiple myeloma বলা হয়।

  • 6/12

এর ফলে অ্যাবনরমাল প্রোটিন বা অ্যান্টিবডি তৈরি করে প্লাজমা কোষ। যাকে বিভিন্ন নামে ডাকা হয়, যএমন মনোক্লোনাল ইমিউনোগ্লোবিন, মনোক্লানাল প্রোটিন, M-spike, বা paraprotein.

  • 7/12

এই রোগের লক্ষ্মণ: প্লাজমা কোষ খুব দ্রুত বাড়ার ফলে বাকি রক্ত কণিকা এবং কোষ তুলনায় কমে যায়। ফলে অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা দেয়। খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়াও এর লক্ষ্মণ হতে পারে।

  • 8/12

এই রোগের লক্ষ্মণ: রক্তে প্লেটলেট কাউন্টও ভীষণ ভাবে কমে যেতে পারে। ডাক্তারি ভাষায় একে থ্রম্বোসাইটোপেনিয়া বলা হয়।

  • 9/12

এই রোগের লক্ষ্মণ: রক্তে শ্বেত কণিকা বা WBC কাউন্টও কমে যায়। একে ডাক্তারি ভাবাষায় লিউকোপেনিয়া বলা হয়। এর ফলে খুব দ্রুত সংক্রামিত হতে পারে শরীর। কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা ভীষণ ভাবে কমে যায়।

  • 10/12

এ ছাড়াও শরীরে নানা অঙ্গে ইনফেকশন এবং কিডনির সমস্যাও দেখা দিতে পারে। প্লাজমা কোষের অস্বাভাবিক বৃদ্ধির ফলে যে অন্যান্টিবডি তৈরি হয় তা কিডনির ভয়ানক ক্ষতি করতে পারে।

  • 11/12

রোগটি দুরারোগ্য। নানা সমস্যার সঙ্গে একে সম্পূর্ণ সারিয়ে তোলার মতো ওষুধ এখনও আবিষ্কৃত হয়নি। তবে শুরুতেই ধরা পড়লে নানা চিকিৎসার মাধ্যমে রোগী দীর্ঘদিন সুস্থ জীবন যাপন করতে পারেন।

  • 12/12

কেমোথেরাপি, স্টেম সেল ট্রান্সপ্লান্ট-এর মতো চিকিৎসার মাধ্যমে বেশ কিছুটা সাফল্য পাওয়া গিয়েছে এ ধরনের রোগীদের ক্ষেত্রে।

Advertisement
Advertisement