কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বাঙালির ঘরে ঘরে ভাইফোঁটা। বাঙালিদের গুরুত্বপূর্ণ উৎসবের মধ্যে অন্যতম উৎসব হল ভাইফোঁটা। দীপাবলির একদিন পরেই আসে ভাইফোঁটা। সারা বছর ধরে এই বিশেষ দিনটার জন্য অপেক্ষায় বসে থাকে ভাই-বোনেরা। সারা বছরের খুনসুটিগুলি জমা হয়ে থাকে এই একটা মাত্র দিনের জন্য। ভাইয়ের মঙ্গল কামনায় সকাল থেকে উপোস করে ভাইকে ফোঁটা দেওয়া, খাওয়া-দাওয়া, জমাটি আড্ডায় কাটে এই পবিত্র উৎসব।
শো-পিস উপহার
ঘর সাজানোর জন্য আমরা প্রায়ই শোপিস কিনে থাকি। এই ভাইফোঁটায় আপনি আপনার ভাই বা বোনকে একটি সুন্দর শোপিস উপহার দিতে পারেন। আপনি অনেক অনলাইন ওয়েবসাইটে ৫০০ টাকা পর্যন্ত ভালো শোপিস পাবেন। আপনি চাইলে গিফট সেন্টারে গিয়ে কিনতে পারেন।
এছাড়াও আপনি শাড়ি কিনতে পারেন
আপনি অনলাইনে অনেক শাড়ি পাবেন এমনকি ৫০০ টাকারও কম। আপনি ভাইফোঁটায় একটি শাড়িও উপহার দিতে পারেন। এখানে আমরা আপনাকে বলে রাখি যে শাড়ি কিনতে হলে আপনাকে শুধুমাত্র অনলাইন স্টোরে যেতে হবে। হ্যান্ডলুমের শাড়িও মিলতে পারে কম টাকায়।
জুয়েলারিও সেরা বিকল্প
একজন বোনের জন্য গয়নার চেয়ে ভালো উপহার আর কি হতে পারে? অনলাইন শপিং প্ল্যাটফর্মে আপনি ২৫০ টাকাতেও প্রচুর গয়না পাবেন। আপনি আপনার পছন্দ অনুযায়ী গয়না কিনে আপনার বোনেদের ভাইফোঁটায় উপহার দিতে পারেন। নিউমার্কেটে প্রচুর জাঙ্ক জুয়েলারি পাওয়া।
ঘড়ি উপহার দিতে পারেন
হাতঘড়ি বাজারে পাওয়া যাচ্ছে হাজার টাকায়। তবে, অনলাইন শপিং প্ল্যাটফর্মে চলমান বিক্রয়ে, আপনি খুব কম খরচে ঘড়িটি নিতে পারেন। ভাইফোঁটায় উপহার দেওয়ার জন্য এটি একটি দুর্দান্ত বিকল্প। আমরা আপনাকে বলি যে ঘড়ি সেটটি ৫০০ টাকা পর্যন্ত পাওয়া যাবে Flipkart-এ।
চকোলেট
উপহার দিন চকোলেটের বক্স। বাজার সুজজ্জিত বিভিন্ন ধরনের চকোলেটে বক্স পাওয়া যায়। তা না হলে, বাড়িতে একটা সুন্দর বক্স বানিয়ে চকোলেট কিনে তাতে ভরে উপহার দিন। চকোলেট পেলে সকলেরই মন ভালো হয়ে যায়। তাই চট করে কিনে ফেলুন এই উপহার।