সত্যিকারের মনের মানুষ পাওয়া চাট্টিখানি কথা নয়। এর জন্য ভাগ্য অনেকটা ফ্যাক্টর করে। তবে প্রেম তো আর বলে কয়ে হয় না। কার সঙ্গে কে কখন প্রেমের বাঁধনে বাঁধা পড়বেন, তা বলার সাধ্য বোধহয় কারওরই নেই। তবে প্রেমে পড়ার পর অনেক সময়ই ধাক্কা খেতে হয়। প্রেম পর্বে যাতে কোনও তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি না হতে হয়, সেজন্য কিছু বিষয় মাথায় রাখতেই হয়।
পুরুষ-নারীর প্রেম নিয়ে কত আলোচনাই না হয়। দুই বিপরীত লিঙ্গের সম্পর্কের রসায়ন সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। ইদানীং, বহু পুরুষই প্রেমে পড়ে ধোঁকা খান। আবার, ঠকে যান অনেক পুরুষই। তাই পুরুষরা যাতে প্রেমে পড়ে না ঠকেন, তার জন্য কিছু জিনিস মাথায় রাখা উচিত। যে মহিলার সঙ্গে প্রেম করছেন, তিনি কি সত্যিই আপনার মনের মানুষ? জানবেন কীভাবে? জেনে নিন, এই লক্ষ্মণগুলি দেখে...
* যে মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, তিনি কি তাঁর মনের কথা সবটা শেয়ার করেন আপনার সঙ্গে? আপনার সঙ্গে কি মন খুলে কথা বলেন? যদি দেখেন, আপনার প্রেমিকা সব কথা শেয়ার করেন, আপনার সঙ্গে, তা হলে বুঝবেন তিনি আপনাকে বিশ্বাস করেন। আর সব কথা শেয়ার না করলে বুঝবেন, আপনাকে বিশ্বাস করেন না। ফলে তাঁর সঙ্গে সম্পর্ক না এগোনোই ভাল।
* যে কোনও সম্পর্কে সব কিছু মানিয়ে চলতে হয়। কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজও করতে হয়। কিন্তু যদি দেখেন, আপনিও আপস করছেন, কিন্তু আপনার প্রেমিকা কোনও কিছু মানিয়ে নিচ্ছেন না, তা হলে বুঝবেন তিনি আপনার সঠিক মনের মানুষ নন।
* যদি আপনার প্রেমিকা আপনাকে গুরুত্ব দেন এবং সব খতা শোনেন, তা হলে বুঝবেন তিনি আপনার জন্য পারফেক্ট।
* যদি দেখেন প্রেমিকা আপনার খেয়াল রাখেন, তা হলে বুঝবেন তিনি সঠিক মনের মানুষ। কিন্তু যদি দেখেন, প্রেমিকা নিজের খেয়ালখুশি মতো চলেন, তা হলে বুঝবেন তিনি যোগ্য নন।
* আপনার প্রেমিকা যদি, আপনার সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তা হলে বুঝবেন, দু'জনের মধ্যে সম্পর্কের রসায়ন জমাটি। কিন্তু যদি একে অপরের প্রতি স্বাচ্ছন্দ্য বোধ না করেন, তা হলে সম্পর্কে তাল কাটতে পারে।