Advertisement

Air Purifying Plants For Home: বাড়ির অক্সিজেন মাত্রা দ্বিগুণ বাড়ায় এসব গাছ! তুলসী, অ্যালোভেরা ছাড়া আর কী কী রাখবেন?

Air Purifying Plants For Home: অনেকেই গাছপালা বাড়িতে লাগাতে ভালোবাসেন। কিছু গাছ বাড়িতে রাখলে, যেমন বাড়বে সৌন্দর্য, তেমন বায়ু দূষণও কম হবে। সেই সঙ্গে অবশ্যই বসবাসের স্থানে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পাবে। জানুন, কোন গাছগুলি বাড়িতে অক্সিজেন বৃদ্ধি করে। 

ইনডোর প্ল্যান্ট
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Sep 2024,
  • अपडेटेड 6:35 PM IST

কোভিডের সময়, প্রকৃতি মানুষকে যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, আশাপাশে গাছপালা লাগানোর প্রয়োজনীয়তা। বাসস্থানে অক্সিজেনের মাত্রা বেশি থাকলে ঘরের আবহাওয়াও ভাল থাকে। পরিবেশ বিশেষজ্ঞরা এই জন্যই বৃক্ষরোপণের পরামর্শ দেন। তাই অবশ্যই ঘরে পরিশুদ্ধ বাতাসের জন্য ইন্ডোর প্ল্যান্টেশনে জোর দিন।

অনেকেই গাছপালা বাড়িতে লাগাতে ভালোবাসেন। কিছু গাছ বাড়িতে রাখলে, যেমন বাড়বে সৌন্দর্য, তেমন বায়ু দূষণও কম হবে। সেই সঙ্গে অবশ্যই বসবাসের স্থানে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পাবে। জানুন, কোন গাছগুলি বাড়িতে অক্সিজেন বৃদ্ধি করে। 

অ্যালোভেরা গাছ

অ্যালোভেরা গাছ বাড়িতে রাখা খুব কার্যকরী। অ্যালোভেরা গাছ ঘরের বাতাস পরিশুদ্ধ করে প্রায়  ৯ টি এয়ার পিউরিফায়ারের ন্যায় কাজ করে। সেই সঙ্গে খুব দ্রুত বাতাসে উপস্থিত ক্ষতিকারক টক্সিনকে শোষণ করে নিতে পারে এই গাছ।

তুলসী গাছ 

তুলসী গাছ প্রায় সব হিন্দু পরিবারেই থাকে। কিন্তু অনেকেরই অজানা যে একটি তুলসি গাছ প্রায় ২০ ঘন্টা পর্যন্ত অক্সিজেন সরবরাহ করতে পারে। কার্বন ডাই অক্সাইড,কার্বন মনোঅক্সাইড এবং সালফার ডাই অক্সাইডের মতো বিষাক্ত গ্যাস শোষণ করে ঘরের বাতাস পরিশুদ্ধ করে তুলসী।

মানি প্ল্যান্ট

ফেন শ্যুই মতে মানি প্ল্যান্ট খুব শুভ। এর পাশাপাশি এটি একটি দুর্দান্ত এয়ার-ক্লিনিজিং প্ল্যান্টও বটে। প্রতিদিনের বাড়ির দূষিত গ্যাস এবং বেনজিন, ফর্মালডিহাইড এবং ইথিলিনের মতো নির্গত গ্যাসগুলি হ্রাস করতে সহায়তা করে।

পিস লিলি

পিস লিলি ফুল দেখতে যেমন সুন্দর, এটি খুব ভাল এয়ার পিউরিফায়ারও। পিস লিলির অভ্যন্তরীণ বায়ু প্রায় ৬০ শতাংশের বেশি বলে, এর মান উন্নত থাকার জন্য এটিকে নাসার অনুমোদন দেওয়া রয়েছে। পিস লিলি অ্যালকোহল এবং এসিটোন থেকে ক্ষতিকারক বাষ্পগুলি শোষণ করতে পারে।

Advertisement

স্নেক প্ল্যান্ট

ইন্ডোর প্ল্যান্টেশনের মধ্যে স্নেক প্ল্যান্ট খুব ভাল। বাড়ির ডাইনিং, বেডরুমে অনেকে এই গাছ লাগাতে পছন্দ করেন। এটি যেমন ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে, তার পাশাপাশি এই গাছ বাতাসে টক্সিন শোষণ করে নেয়। একটা স্নেক প্ল্যান্ট বাতাসে ট্রাইক্লোরোথাইলিন এবং ফরমাল ডিহাইড জাতীয় শোষণ করতে পারে। স্টাইরিন গ্যাসোলিন জাতীয় টক্সিন‌ও শুষে নিতে পারেন। এতে বাতাস পরিশুদ্ধ হয়। এই গাছ প্রায় ২০০ বর্গমিটার এলাকার বাতাস পরিশুদ্ধ করতে পারে। এছাড়াও স্নেক প্ল্যান্ট রাতেও অক্সিজেন সরবরাহ করতে পারে।

জারবেরা ডেইজি

জারবেরা ডেইজি, এই রঙিন ফুল গাছগুলি দেখতে যেমন সুন্দর, তেমন এটি এয়ার পিউরিফাইং। ২৪ ঘন্টার মধ্যে, এই ফুলটি বায়ুবাহিত ফর্মালডিহাইডের অর্ধেক, বেনজিনের৬৭% এবং ট্রাইক্লোরিথিলিনের ৩৫% সরিয়ে দিতে পারে।

বাঁশ গাছ‌

বাঁশ গাছ‌ ঘরে অক্সিজেন লেভেল বাড়াতে সক্ষম। এই ধরণের গাছ ক্ষতিকারক টক্সিন বেঞ্জিন, ফর্ম্যালডিহাইড, বাতাসের দূষিত কণা টোলুইন শোষণ করে।

জেড প্ল্যান্ট

জেড প্ল্যান্টও ফেন শ্যুই মতে যেমন শুভ। সেই সঙ্গে এই গাছও বাড়ির বাতাস পরিশোধন করে। তাই আপনার বসবাসের জায়গায় মুক্ত ও পরিষ্কার বায়ু থাকে। 

আরেকা পাম গাছ

আরেকা পাম গাছগুলি অভ্যন্তরীণ বায়ু থেকে বিভিন্ন ক্ষতিকারক দূষককে শোষণ করে পরিশোধিত বায়ু সরবরাহ করে। যার ফলে শ্বসনতন্ত্রের নানা রোগ হ্রাস পায়। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement