Advertisement

Akhrot Oil For Hair : চকচকে-মজবুত চুলের রহস্য লুকিয়ে এই তেলেই, জানুন কীভাবে বানাবেন

আখরোট স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। পাশাপাশি এর তেলও চুলের জন্য কম কার্যকর নয় (Walnut Oil Benefits For Hair)। তাই যদি চুল কালো, ঘন এবং চকচকে করতে চান, তাহলে আখরোটের তেল ব্যবহার করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক তেল তৈরির পদ্ধতি।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 01 Nov 2022,
  • अपडेटेड 1:48 PM IST
  • ভাল চুল সকলের পছন্দ
  • আখরোটের তেল বিশেষ কার্যকরী
  • জেনে নিন ব্যবহারের উপায়

সিল্কি ও মোলায়েম চুল কে না চান! কিন্তু ভাল চুল শুধু চাইলেই হবে না, সেটির পরচর্যাও করতে হবে। বাজারে এমন অনেক পণ্য পাওয়া যায়, যেগুলিতে চুলকে ঘন ও মজবুত করার দাবি করা হয়। কিন্তু বিশেষজ্ঞদের অনেকেই বলেন এগুলিতে থাকা বিভিন্ন রাসায়নিক চুলের উপকারের বদলে ক্ষতিই বেশি করে। এক্ষেত্রে এমন একটি জিনিস রয়েছে, যেটি চুলের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। চুল কালো, ঘন এবং শাইনিং করতে আখরোটের তেল (Walnut Oil Benefits) ব্যবহার করতে পারেন। চলুন জেনে নেওয়া কীভাবে তৈরি করবেন এই তেল।

আখরোট স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। পাশাপাশি এর তেলও চুলের জন্য কম কার্যকর নয় (Walnut Oil Benefits For Hair)। তাই যদি চুল কালো, ঘন এবং চকচকে করতে চান, তাহলে আখরোটের তেল ব্যবহার করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক তেল তৈরির পদ্ধতি।

ভার্জিন তেল সেরা
আখরোটের ভার্জিন তেল চুলের জন্য সবচেয়ে ভাল। এই তেল তৈরির সময় খুব বেশি গরম করার দরকার হয় না। আর এতে খুব বেশি ভেজালও থাকে না। আখরোটের তেলে থাকে পটাশিয়াম, ম্যাগনেসিয়ামের মতো পুষ্টি উপাদান। এছাড়াও এতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যও থাকে, যা চুলের স্বাস্থ্যে ভাল প্রভাব ফেলে।

বাড়িতেই তৈরি করুন এভাবে
এই তেল তৈরি করতে, প্রথমে জল ফোটান। তারপর ১৫ থেকে ২০টি আখরোট ফুটন্ত জলে কমপক্ষে 10 মিনিটের জন্য মাঝারি আঁচে সিদ্ধ করুন। জল ঠাণ্ডা হলে আখরোটগুলো বের করে একপাশে রেখে ধীরে ধীরে সব খোসা ছাড়িয়ে নিন। এরপর খোসা ছাড়ানো আখরোট মিক্সারে পিষে পেস্ট তৈরি করুন। এরপর ভেজিটেবল তেলে সেই পেস্ট মেশান। তেলের রং পরিবর্তন হয়ে গেলে চালুনির সাহায্যে ছেঁকে নিন। ব্যাস, তাহলেই তৈরি আখরোটের তেল।

Advertisement

ব্যবহারের পদ্ধতি
স্নানের ৩ থেকে ৪ ঘন্টা আগে সামান্য তেল নিয়ে আঙ্গুলের সাহায্যে পুরো চুলে লাগান। এরপর হালকাভাবে সারা চুলে ম্যাসাজ করুন। খুশকির সমস্যা থাকলে লেবুর রসও লাগাতে পারেন।

আরও পড়ুনকম বয়সেই হার্ট অ্যাটাকের ঝুঁকি, কয়েকটি লক্ষণই বলে দেয়

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement