Advertisement

Antibiotics Side Effects : শিশুদের অ্যান্টিবায়োটিক খাওয়ালে হচ্ছে মারাত্মক ক্ষতি, চাঞ্চল্যকর দাবি গবেষণায়

বিভিন্ন কারণে শিশুদের অ্যান্টিবায়োটিক খাওয়ান অভিভাবকরা। তাৎক্ষণিকভাবে এই অ্যান্টিবায়োটিক কার্যকর প্রমাণিত হলেও শিশুর শরীরের এই প্রভাব পড়ে সুদুরপ্রসারী। নতুন গবেষণায় এই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে।

প্রতীকী ছবি প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 12 Sep 2022,
  • अपडेटेड 10:09 PM IST
  • বিভিন্ন কারণে শিশুদের অ্যান্টিবায়োটিক খাওয়ান অভিভাবকরা
  • তাৎক্ষণিকভাবে এই অ্যান্টিবায়োটিক কার্যকর প্রমাণিত হলেও শিশুর শরীরের এই প্রভাব পড়ে সুদুরপ্রসারী

বিভিন্ন কারণে শিশুদের অ্যান্টিবায়োটিক খাওয়ান অভিভাবকরা। তাৎক্ষণিকভাবে এই অ্যান্টিবায়োটিক কার্যকর প্রমাণিত হলেও শিশুর শরীরের এই প্রভাব পড়ে সুদুরপ্রসারী। নতুন গবেষণায় এই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। 

এই গবেষণাটি করে অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়।  গবেষণাটি দ্য জার্নাল অফ ফিজিওলজিতে প্রকাশিত হয়েছে। সেখানে উল্লেখ, এই অ্য়ান্টিবায়োটিকের প্রভাব কেমন তা জানার জন্য ইঁদুরের উপর পরীক্ষা করা হয়। সেখানে দেখা যায়,  নবজাতক ইঁদুরের উপর অ্য়ান্টিবায়োটিক প্রয়োগ করলে তার সুফল তখন দেখা যায় ঠিকই তবে ভবিষ্যতে অন্ত্র, স্নায়ুতন্ত্রে এর খারাপ প্রভাব পড়ে। যা পরবর্তীকালে ক্ষতিকর বলে প্রমাণিতও হতে পারে। 

আরও পড়ুন

গবেষণায় প্রকাশ, যদি শিশুদের উপর অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয় তাহলা তারা পরবর্তী জীবনে পেট ও স্নায়ু সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন।  

ওই গবেষক দলের প্রধান গবেষক ডাঃ জেইম ফং বলেন, 'আমাদের গবেষণার ফলাফল নিয়ে খুব চিন্তিত। কারণ, আমরা দেখেছি শিশুদের দেওয়া অ্যান্টিবায়োটিকগুলি অন্ত্রের স্নায়ুতন্ত্রের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে।'

ওই গবেষক দলটি একটি ইঁদুরকে ১০ দিনের জন্য ভ্যানকোমাইসিন (একটি অ্যান্টিবায়োটিক ওষুধ) এর ডোজ দিয়েছিল। এর কয়েক সপ্তাহ পরে দেখা যায়, নবজাতক ওই ইঁদুরটির অন্ত্রের কার্যকারিতা প্রভাবিত হয়েছে। তার শরীরে খারাপ প্রভাবও পড়তে দেখা যায়। 

গবেষকরা আরও উল্লেখ করেছেন, ইঁদুর এবং মানুষের মধ্যে মিল রয়েছে। তবে ইঁদুরের তুলনায় মানুষের আয়ু বেশি। তাই এই গবেষণার ফলাফলে কিছুটা হেরফের হতে পারে। 

Read more!
Advertisement
Advertisement