Advertisement

Best Gift Ideas: প্রিয়জনকে কী উপহার দেবেন ভেবে পাচ্ছেন না? রইল সহজ টিপস

প্রথমেই কাকে উপহার দিচ্ছেন, সেটি নিয়ে ভাবুন। তাঁর সঙ্গে আপনার সম্পর্ক কতটা ঘনিষ্ঠ সেটা বিচার করুন। এরপর তাঁর পছন্দ-অপছন্দের বিষয়ে বোঝার চেষ্টা করুন। ধরুন আপনার কোনও বন্ধু শিল্পপ্রেমী। এমন কাউকে কোনও ছবি, ভাস্কর্য্য উপহার দিলে তিনি সবচেয়ে খুশি হবেন।

gift
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jul 2023,
  • अपडेटेड 4:14 PM IST
  • পছন্দের মানুষের বিশেষ দিনে ঠিক কী উপহার দেওয়া যায়, তা স্থির করা বেশ কঠিন কাজ।
  • প্রথমেই কাকে উপহার দিচ্ছেন, সেটি নিয়ে ভাবুন। তাঁর সঙ্গে আপনার সম্পর্ক কতটা ঘনিষ্ঠ সেটা বিচার করুন।
  • আপনার কোনও বন্ধু শিল্পপ্রেমী। এমন কাউকে কোনও ছবি, ভাস্কর্য্য উপহার দিলে তিনি সবচেয়ে খুশি হবেন।

Best Gift Ideas: বিয়েবাড়ি হোক বা জন্মদিন। উপহার নিয়ে যেতে হবে। কিন্তু কাকে কী উপহার দেবেন, তাই নিয়ে ভাবনার অন্ত থাকে না। দায়-সারা ভাবে কাঁচের বাটি উপহার দেওয়াই যায়। কিন্তু কাছের মানুষদের সঙ্গে তো আর তেমনটা করা যায় না। পছন্দের মানুষের বিশেষ দিনে ঠিক কী উপহার দেওয়া যায়, তা স্থির করা বেশ কঠিন কাজ। তবে চিন্তা নেই। আজকের প্রতিবেদনে সেই হদিশই পাবেন। 

প্রথমেই কাকে উপহার দিচ্ছেন, সেটি নিয়ে ভাবুন। তাঁর সঙ্গে আপনার সম্পর্ক কতটা ঘনিষ্ঠ সেটা বিচার করুন। এরপর তাঁর পছন্দ-অপছন্দের বিষয়ে বোঝার চেষ্টা করুন। ধরুন আপনার কোনও বন্ধু শিল্পপ্রেমী। এমন কাউকে কোনও ছবি, ভাস্কর্য্য উপহার দিলে তিনি সবচেয়ে খুশি হবেন। আবার ধরুন আপনার কোনও আত্মীয়ার বাগানের শখ। তাঁকে জন্মদিনে বাগান করার সরঞ্জাম উপহার দিতে পারেন। এভাবে যাঁকে উপহার দিচ্ছেন, তাঁর পছন্দের বিষয়টি মাথায় রেখেই কিনুন। 

আবার ধরুন, আপনার বান্ধবীর সঙ্গে বহু আগে কোনও বইয়ের দোকানে গিয়েছিলেন। সেখানে তিনি একটি বিশেষ বইয়ের খোঁজ করছিলেন। অথচ সেটি খুঁজে পাননি। জন্মদিনে আপনি সেই বইটিই কিনে দিতে পারেন। অর্থাত্, আপনি যে সেই মানুষটির সমস্ত ছোটখাটো ভাবনারও গুরুত্ব দেন, সেটিই এর থেকে প্রমাণ হয়ে যাবে। 

কিছু অন্য ধরণের উপহারের আইডিয়া:

১. নিজে হাতে কিছু বানিয়ে দিন: টাকা দিয়ে দোকান থেকে কেনা জিনিস তো সবাই দিতে পারেন। কিন্তু আপনি যদি নিজে হাতে কিছু বানিয়ে দেন, তার সঙ্গে আপনার সৃষ্টিশীলতা জড়িয়ে থাকে। আপনার সময়, আন্তরিকতার প্রকাশ সেই সৃষ্টি। তাই অপটু হাতে হলেও প্রিয়জনের জন্য কার্ড, পটচিত্র, ক্যানভাসে আঁকুন। ইউটিউব দেখে বিভিন্ন হাতের কাজও করতে পারেন। 

২. গাছ উপহার দিন: সুন্দর বাহারি টবে কোনও গাছ উপহার দিতে পারেন। তবে একেবারেই গাছের বিষয়ে অনভিজ্ঞ, এমন কাউকে দেবেন না। কোনও সুন্দর বাহারি পাতার ইন্ডোর প্ল্যান্ট দিতে পারেন। আবার যাঁদের বাগান আছে, তাঁদের ভাল জাতের জবা, বোগানভেলিয়া ইত্যাদি দিতে পারেন। এই বিষয়ে আরও জানতে পড়ুন: 

Advertisement

৩. হবি সংক্রান্ত জিনিস দিন: কেউ বাইক রাইড করতে পছন্দ করেন? তাহলে তাঁকে মোটরসাইকেল জ্যাকেট, গ্লাভস ইত্যাদি দিতে পারেন। আবার কেউ যদি রান্না করতে ভালবাসেন, তাঁকে মশলার বাক্স, ভাল কড়াইয়ের সেট উপহার দিতে পারেন।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement