Advertisement

Bonsai Tree: একেবারে পাল্টে যাবে ঘরের সৌন্দর্য, সঙ্গে মন চাঙ্গা রাখবে বনসাই

Bonsai Plants: জানলে অবাক হবেন, এটি প্রসার লাভ করে জাপানে। সারা বিশ্বের প্রকৃতি প্রেমীরা শিল্পের জীবন্ত কাজ হিসাবে বনসাইকে বেছে নিয়েছে। কী এই বনসাই?

বনসাঁই গাছ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 25 Jan 2024,
  • अपडेटेड 6:03 PM IST

বনসাই। নামটা শুনে অবাক হচ্ছেন? হবারই কথা। অনেকেই হয়তো এখনও এই গাছের নাম জানেন না। সপ্তম খ্রিস্টাব্দে, চীনারা পাত্রে বামন গাছ জন্মানোর জন্য বিশেষ কৌশল ব্যবহার করেছিল। যা, 'পুন-সাই'(পেনজাই) নামে পরিচিত ছিল। মূলত সমাজের উচ্চশ্রেণীর মানুষরাই এর চাষ শুরু করে। তবে জানলে অবাক হবেন, এটি প্রসার লাভ করে জাপানে। সারা বিশ্বের প্রকৃতি প্রেমীরা শিল্পের জীবন্ত কাজ হিসাবে বনসাইকে বেছে নিয়েছে। কী এই বনসাই? এর অর্থই বা কী? রইল খুঁটিনাটি...  

বনসাই আসলে একটি জাপানি শব্দ, যার অর্থ 'পাত্রের মধ্যে গাছ'। শব্দটি মূলত চীনা শব্দ 'পুন-সাই' বা 'পেনজিং' থেকে এসেছে। চীনা ভাষায়, 'কলম' মানে পাত্র এবং 'জিং' মানে দৃশ্য বা ল্যান্ডস্কেপ। বনসাই গাছকে প্রকৃতির একটি ক্ষুদ্র উপস্থাপনা বলা যায়। বিশাল আকারের গাছকে বিশেষ পদ্ধতিতে পাত্রে লালন পালন করতেই বনসাই শিল্পের জন্ম।

 

আজ থেকে ১ হাজার ৩০০ বছরেরও বেশি আগে যখন বনসাই গাছ প্রথম চীনে চালু হয়েছিল, তখন তাদের সমাজের উচ্চশ্রেণীর মানুষের মধ্যে এটি একটি সামাজিক মর্যাদার বিষয় হিসাবে গণ্য হত। আজ এই বনসাই গাছ সারা বিশ্বের মানুষের কাছে জনপ্রিয়। জাপানে বনসাই গাছকে সম্প্রীতি, ভারসাম্য, ধৈর্য ও ভাগ্যের প্রতীক হিসাবে দেখা হয়। অপরদিকে বৌদ্ধ ধর্মের বিশ্বাস-'বনসাই ধ্যান বা চিন্তার একটি বস্তু'।

এই বনসাই গাছের রয়েছে বেশ কিছু উপকারিতাও। জানুন, এই ধরণের গাছ বাড়িতে রাখলে কী কী উপকারিতা পাওয়া যায়। ঘর সাজানোর জন্য লাগাতে পারেন বনসাই গাছ। শোয়ার ঘরে বা বাড়ির ছাদে লাগতে পারেন এই গাছ। এটি গৃহসজ্জা ছাড়াও আরও কিছু বিশেষ কারণে রাখা হয় ঘরে। 

Advertisement

 

মানসিক চাপ কম করতে 

চিকিৎসকদের মতে, চোখের সামনে সবুজ থাকলে মানসিক চাপ কিছুটা কম হয়। চার দিকে সবুজ যত কমতে থাকলেও, বাড়িতে গাছ লাগানোর চল বেড়ে চলেছে। 
 
ঘরের ভিতরের হাওয়া পরিষ্কার থাকে 

ঘরে গাছ থাকলে দূষিত বায়ু কম থাকে ভিতরে। তাই  বাড়িতে বনসাই গাছ রাখা খুবই জরুরি।

যত্ন নেওয়া সহজ 

এই ধরনের গাছের যত্ন নেওয়া বেশ সহজ। অনেকে গাছ লাগাতে ভালোবাসলেও সময়ের অভাবে বাগান করতে পারেন না। কিন্তু এই গাছকে বেশি সময় দিতে হয় না। সামান্য আলো-জল পেলেই বেড়ে ওঠে। তাই আর দেরি না করে, আপনিও ঘর সাজাতে পারেন বনসাঁই দিয়ে।


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement