Advertisement

Covid-19 Booster Dose Centres Near You: কাছেপিঠে কোথায় দিচ্ছে বুস্টার ডোজ? যেভাবে জানবেন

এ দেশে এখনও পর্যন্ত অতিমারির দাপট দেখা যায়নি। ভারতের মতো বিশাল দেশে প্রতিদিন আক্রান্তের সংখ্যা মাত্র ১২০০ বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। মঙ্গলবার তিনি বলেছেন,আক্রান্তদের নমুনার জিনোম সিকোয়েন্সিং প্রক্রিয়ায় গতি আনার নির্দেশ দেওয়া হয়েছে।

বুস্টার ডোজ কোথায় নেবেন?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 22 Dec 2022,
  • अपडेटेड 12:59 PM IST
  • ফিরে এসেছে অতিমারি।
  • সতর্ক ভারত।
  • বুস্টার ডোজ নেওয়ার অনুরোধ কেন্দ্রের।

ফিরে এসেছে সে। চিন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া ও জাপানে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। এই পরিস্থিতিতে ভারতের কোভিড পরিস্থিতি নিয়ে শীর্ষ বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। এখনও পর্যন্ত কড়া বিধিনিষেধ আরোপ করা হয়নি। কারণ এ দেশে অতিমারির প্রভাব নেই বললেই চলে। তা-ও দেশবাসীকে সতর্ক করেছে কেন্দ্রীয় সরকার। অনেকেই কোভিডের বুস্টার ডোজ নেননি। তাঁদের শীঘ্রই বুস্টার ডোজ নেওয়ার আবেদন করেছে কেন্দ্র। কিন্তু কীভাবে জানবেন কোথায় দেওয়া হচ্ছে বুস্টার ডোজ?            

এ দেশে এখনও পর্যন্ত অতিমারির দাপট দেখা যায়নি। ভারতের মতো বিশাল দেশে প্রতিদিন আক্রান্তের সংখ্যা মাত্র ১২০০ বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। মঙ্গলবার তিনি বলেছেন,আক্রান্তদের নমুনার জিনোম সিকোয়েন্সিং প্রক্রিয়ায় গতি আনার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার নীতি আয়োগের ভিকে পল জানান, ভারতের জনসংখ্যার ২৭ থেকে ২৮ শতাংশ মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। বিশ্বজুড়ে কোভিড যে হারে বাড়ছে তাতে বুস্টার ডোজ সকলের নেওয়া উচিত। ভিকে পলের বার্তা,'মাত্র ২৭-২৮ শতাংশ ভারতীয় সতর্কতামূলক তৃতীয় টিকা নিয়েছেন। আমরা অন্যদের, বিশেষ করে প্রবীণ নাগরিকদের বুস্টার ডোজ নেওয়ার আবেদন করছি।' 

সেই সঙ্গে যাঁদের কোমর্বিডিটি রয়েছে তাঁদের ঘরের মধ্যে থাকা, মাস্ক পরার মতো পরামর্শও দেওয়া হয়েছে। ভিকে পলের কথায়,'কোমর্বিডিটি রয়েছে বা বয়স্ক নাগরিকদের অতিসত্ত্বর সতর্কতামূলক টিকা নেওয়া উচিত।' অনেকের মনেই প্রশ্ন, আগের মতো কী সব জায়গায় টিকা পাওয়া যাচ্ছে? আর বাড়ির কাছে কোথায় টিকা পাওয়া যাচ্ছে সেটাই বা জানবেন কীভাবে? রইল সেই উপায়-

- প্রথমে কোউইন পোর্টালে (Co-Win portal) যান।
- নীচে দেখুন ‘Search Your Nearest Vaccination Center’-এর বিকল্প দেওয়া হয়েছে।
- সেখানে জেলার নাম, পিন কোড দিয়ে সার্চ করতে পারেন। 
- জেলার নাম, রাজ্যের নাম দিয়ে সার্চে ক্লিক করুন। 
- পিন কোড দিয়েও সার্চ করতে পারেন। 
- সঙ্গে সঙ্গে চলে আসবে সেন্টারের নাম। 

Advertisement

আরও একটা উপায় আছে- 

- হোমপেজে নিজের মোবাইল নম্বর দিয়ে সাইন ইন করুন। যে নম্বরটি আগের দু'টি টিকা নেওয়ার সময় দিয়েছিলেন। 
- ওটিপি দিন।
- তার পর নিজের বয়স, কোন টিকা নেবেন,ফ্রি না টাকা দিয়ে- এই বিকল্পগুলি বেছে নিন।
- টিকাকেন্দ্রের তালিকা চলে আসবে। ক্লিক করলেই দেখাবে ‘Schedule appointment’ 
- নির্দিষ্ট সময় দিয়ে বুক করে নিন। চলে আসবে মেসেজ। 

আরও পড়ুন- মধু থেকে মশলা- এক গ্লাসে জলেই চিনে নিন খাঁটি না ভেজাল

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement