Advertisement

Custard Apple: ৫০ পেরিয়েও থাকবেন তরুণ, আতা এভাবে খেলেই পাবেন দারুণ ফল

আমাদের দৈনন্দিন জীবনে আপেল, কলা, লেবু বা বেদানার গুণ নিয়ে বেশ আলোচনা হয়। তবে আতা সেই তালিকায় সেভাবে আসে না। তবে এই ফলেরও প্রচুর গুণ। ভিটামিন সি, অ্যান্টিঅক্সিড্যান্টের মতো প্রয়োজনীয় উপাদান রয়েছে আতায়। কোষ্ঠ পরিষ্কার করা থেকে দৃষ্টিশক্তি ভাল রাখা— সবই হয় আতার গুণে। এই ফল আর কোন কোন উপকারে লাগে জানেন? 

আতা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Nov 2024,
  • अपडेटेड 5:49 PM IST

আমাদের দৈনন্দিন জীবনে আপেল, কলা, লেবু বা বেদানার গুণ নিয়ে বেশ আলোচনা হয়। তবে আতা সেই তালিকায় সেভাবে আসে না। তবে এই ফলেরও প্রচুর গুণ। ভিটামিন সি, অ্যান্টিঅক্সিড্যান্টের মতো প্রয়োজনীয় উপাদান রয়েছে আতায়। কোষ্ঠ পরিষ্কার করা থেকে দৃষ্টিশক্তি ভাল রাখা— সবই হয় আতার গুণে। এই ফল আর কোন কোন উপকারে লাগে জানেন? 

আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব আতার পাঁচ গুণ নিয়ে
ক্যালরি কমাতে- দেহের অতিরিক্ত ক্যালোরি পুড়িয়ে ফেলতে না পারলে তা শরীরে জমা হতে থাকে। এর ফলে মোটা হওয়ার সম্ভাবনা বাড়ে। নিয়মিত শরীরচর্চা বা কায়িক পরিশ্রম করলে ক্যালোরি জমার ভয় থাকে না। কিন্তু তা না করতে পারলে কম ক্যালোরিযুক্ত খাবার খেতে হয়। আতা হল তেমনই একটি ফল, যার মধ্যে ক্যালোরির পরিমাণ অনেক কম। তা ছাড়া, আতার মধ্যে যে ধরনের শর্করা থাকে, তা স্বাস্থ্যের পক্ষে ভাল।

সহজপাচ্য- আতায় যে ধরনের ফাইবার থাকে, তা সহজপাচ্য। তা ওজন ঝরাতে শুধু সাহায্য করে এমনটা নয়, এই ফাইবারের গুণের ফলে এই ফল খেলে অনেক ক্ষণ পেট ভর্তি থাকে। বার বার খিদে পাওয়ার প্রবণতাও কমে যায়।

বিভিন্ন ধরণের ভিটামিন- বিভিন্ন রকম ভিটামিন, খনিজের সম্ভার হল আতা। পটাশিয়াম, ম্যাগনেশিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ রয়েছে এই ফলে। ওজন নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি, উচ্চ রক্তচাপ এবং কিডনির সমস্যাতেও আতা উপকারী।

বিপাকহার বাড়ানো- ওজন ঝরানোর প্রথম এবং প্রধান শর্ত হল বিপাকহার উন্নত করা। আতায় রয়েছে অ্যাসটোজেনিন নামক একটি উপাদান। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, এই উপাদানটি বিপাকহারের মান বাড়িয়ে তুলতে সাহায্য করে। যার প্রভাব পড়ে ক্যালোরির উপর।

শর্করার ভারসাম্য রক্ষা- রক্তে শর্করার ভারসাম্য নিয়ন্ত্রণ করতে আতা ‘স্টেবিলাইজ়ার’ হিসাবে কাজ করে। তা ছাড়া, আতার গ্লাইসেমিক ইনডেক্স অনেক কম। তাই ডায়াবিটিস থাকলেও এই ফল খাওয়া যায়। রক্তে হঠাৎ শর্করার মাত্রা ওঠানামা করলে যে ধরনের বিপদ হয়, তা এড়িয়ে চলা যায় আতা খেলে। 

Advertisement

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement