Advertisement

Eid-al-Adha 2021: প্রিয়জনকে বকরি ঈদের শুভেচ্ছা জানান WhatsApp, Twitter, Facebook, Instagram-র মাধ্যমে

'ঈদ -উল ফিতর'-র পর মুসলমান সম্প্রদায়ের আরেক বড় পরব 'কোরবানি' বা 'বকরি' ঈদ (Bakri Eid)। রাত পোহালেই উদযাপিত হবে ১৪৪২ হিজরির পবিত্র ঈদ-অল আদাহ (Eid-al-Adha)। দেখে নিন এই ঈদে (Bakri Eid) কী ভার্চুয়াল বার্তা দিতে পারেন আপনি সকলকে।  

ভার্চুয়াল মাধ্যমে সকলকে জানান ঈদ-অল আদাহ-র শুভেচ্ছা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Jul 2021,
  • अपडेटेड 8:55 PM IST
  • মুসলমান লুনার ক্যালেন্ডার অনুযায়ী ধু অল- হিজ্জা মাসের দশম দিনেই পালিত হয় ঈদ-অল আদাহ। 
  • আরবিক শব্দ 'আদাহ' (Adha)-র অর্থ উৎসর্গ বা ত্যাগ করা।
  • ইসলাম ধর্মাবলম্বীরা ঈদ-অল আদাহ-র দিন আল্লাহর উদ্দেশ্যেকোনও পশু কোরবানি দেন।

রাত পোহালেই উদযাপিত হবে ১৪৪২ হিজরির পবিত্র ঈদ-অল আদাহ (Eid-al-Adha), অর্থাৎ কোরবানি ঈদ (Korbani Eid)। মনে করা হয় 'ঈদ -উল ফিতর'-র পর মুসলমান সম্প্রদায়ের আরেক বড় পরব এই 'কোরবানি' বা 'বকরি' ঈদ (Bakri Eid)। মুসলমান লুনার ক্যালেন্ডার (Islamic Calendar) অনুযায়ী ধু অল- হিজ্জা মাসের দশম দিনেই পালিত হয় ঈদ-অল আদাহ। 

আরবিক শব্দ 'আদাহ' (Adha)-র অর্থ উৎসর্গ বা ত্যাগ করা। এই বিশেষ দিন আল্লাহর নামে ত্যাগ করার রীতি রয়েছে। ইসলাম ধর্মাবলম্বীরা (Islam) ঈদ-অল আদাহ-র দিন আল্লাহর উদ্দেশ্যে ছাগল, গরু, উট কিংবা অন্যান্য কোনও পশু কোরবানি দেন। আর এরপর সেই মাংস রান্না করে বেশ কয়েকদিন ধরে খাওয়া -দাওয়ার রীতি প্রচলিত।

তবে ২০২০ সাল থেকে অন্যান্য অনেক উৎসবের মতো ভাটা পড়েছে এই ঈদের আনন্দেও। দেশের বিভিন্ন রাজ্যে চলছে আংশিক বা কার্যত লকডাউন। সেই সঙ্গে করোনার তৃতীয় ঢেউ আসার আগে ভীত সকলে। তাই এবছরও কোরবানি বা বকরি ঈদ পালনের কিছুটা ঘাটতি পড়বে। তবে শুভেচ্ছা বার্তা দেওয়া তো এই ইন্টারনেটের যুগে আটকে থাকে না। তাই দেখে নিন নিজের হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম, ট্যুইটার  কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে ঈদে (Bakri Eid) কী ভার্চুয়াল বার্তা দিতে পারেন আপনি।  

আরও পড়ুন:  মাত্র ১০ মিনিটে বানিয়ে ফেলুন লাচ্ছা সেমাই, জানুন রেসিপি 

কোরবানি ঈদ বা বকরি ঈদের ভার্চুয়াল বার্তা (Bakri Eid Messages & Wishes)

* আল্লাহ আপনাকে আপনার প্রাপ্য সাফল্য এবং সুখ দান করুক। আল্লাহ সর্বদা আপনার সঙ্গে থাকুক, এই কামনা করি। 

Advertisement

* এই ঈদ-উল-ফিতর-এ আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি দিক। কোরবানি ঈদের শুভেচ্ছা সকলকে!

* সকাল - সন্ধ্যে আপনার ঈশ্বরকে স্মরণ করুন। নীচের অন্তরে গভীর নম্রতা এবং ভীতি সহকারে এবং নিম্ন কণ্ঠে; যারা অসতর্ক তাঁদের অন্তর্ভুক্ত হবেন না। - পবিত্র কোরান 

* মন থেকে আল্লাহর আশীর্বাদ কবুল করুন এবং সব দুঃখ ভুলে যান। বকরি ঈদ মোবারক!

* আল্লাহর পবিত্র আশীর্বাদ আমাদের পরিবারে ও অন্তর ভরে থাকুক। ঈদ-অল আদাহ-র শুভেচ্ছা সকলকে!

* আগামী দিনগুলি আপনার ও আপনার পরিবারের জন্য শুভ হোক। ঈদ মোবারক!

* আশা করি আপনি এবং আপনার পরিবার আল্লাহর ভালোবাসা এবং যত্নে থাকবেন। সকলকে ঈদ-অল আদাহ-র শুভেচ্ছা জানাই!

* আল্লাহ-র আশীর্বাদে আপনার জীবন সুখ-স্বাছন্দে ভরে উঠুক। ঈদ মোবারক!

আরও পড়ুন: বিরিয়ানি থেকে হালিম এই পদগুলি ঈদের মেনুতে থাকা মাস্ট!

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement