Advertisement

Happy New Year 2026 Wishes: হ্যাপি নিউ ইয়ার ২০২৬! ইংরাজি নববর্ষের শুভেচ্ছা জানাতে প্রিয়জনকে পাঠান এই মেসেজ

New Year 2026 Wishes: ২০২৫ শেষ হয়ে ২০২৬ আগমনে, প্রায় গোটা বিশ্বের মানুষ বর্ষবরণের উদযাপনে মেতেছে। একে অপরকে শুভেচ্ছা জানানোর পালা।

নিউ ইয়ার উইশ নিউ ইয়ার উইশ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 31 Dec 2025,
  • अपडेटेड 7:19 PM IST

নতুন বছর আসা মানেই এক গুচ্ছ আশা। ২০২৫ শেষ হয়ে ২০২৬ আগমনে, প্রায় গোটা বিশ্বের মানুষ বর্ষবরণের উদযাপনে মেতেছে। একে অপরকে শুভেচ্ছা জানানোর পালা। পুরনো না-পাওয়া, খারাপ সময়টা কাটিয়ে শুভ সময় আগমনের প্রার্থনা করেন বেশীরভাগ মানুষ। 

বিশেষ দিনে হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান সকলকে। জানুন এই ইংরাজি নববর্ষে সকলকে কী শুভেচ্ছা বার্তা (Happy New Year Wishes) পাঠাতে পারেন আপনি। 

 

নিউ ইয়ার ২০২৬-র মেসেজ (New Year 2026 Messages)  

* নতুন বছর, নতুন আশা, নতুন স্বপ্ন। তোমার ২০২৬ কাটুক দারুণভাবে। শুভ নববর্ষ!

* ২০২৬ তোমার জীবনে নতুন আলো নিয়ে আসুক, অন্ধকার সব দূর হয়ে যাক। অনেক অনেক ভালোবাসা বন্ধু!

* পুরনো সব স্মৃতি করে ফেল ইতি, পুরনো সব কষ্ট করে ফেল নষ্ট, পুরনো সব বেদনা আর মনে রেখ না। নতুন বছরের শুভেচ্ছা তোমায় ও তোমার পরিবারের সকলকে।  

* নতুন বছর, নতুন শুরু, নতুন লক্ষ্য। ২০২৬ হোক তোমার স্বপ্নের বছর!

* তোমার সমস্ত প্রত্যাশা পূরণ এবং স্বপ্ন সত্যি হোক এই বছর। ২০২৬-এর জন্য শুভেচ্ছা রইল।   

 

* হ্যাপি নিউ ইয়ার ২০২৬! আনন্দে ও সুস্থ থাকুক সকলে, এই কামনা করি। 

* মুছে যাক সমস্ত দুঃখ- গ্লানি, আনন্দয় ভরে উঠুক পৃথিবী। শুভ ২০২৬!

* অতীতকে বিদায়, ভবিষ্যৎকে স্বাগত জানানোর সময় এসে গেছে। শুভ হোক সব। 

* আগামী দিন হোক অর্জনের। পুরনো বছরকে ধন্যবাদ, নতুন বছরকে স্বাগত।

* পুরনো কষ্ট ভুলে নতুন আনন্দে ভরে উঠুক ২০২৬।

* নতুন বছর আপনার জীবনে সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য নিয়ে আসুক!শুভ হোক সব। 

Advertisement

* এই নববর্ষ যেন তোমার জীবনের শ্রেষ্ঠ বছর হয়। তোমার সমস্ত প্রত্যাশা পূরণ এবং স্বপ্ন সত্যি হোক। শুভ ইংরাজি নববর্ষ ২০২৬। 

 

* নতুন বছর আসুক নতুন শক্তি নিয়ে।

* নতুন বছর নিয়ে আসুক সুখ, শান্তি আর সাফল্য। Happy New Year 2026! 

* ২০২৬ হোক আপনার জীবনের নতুন আশার সূচনা! হ্যাপি নিউ ইয়ার।

* নতুন বছরে সব স্বপ্ন পূরণ হোক। নিউ ইয়ারের শুভেচ্ছা। 

* পুরনো বছরের সব দুঃখ ভুলে নতুন সূর্য দেখাক আমাদের মিলনের পথ। তোমাকে সঙ্গে নিয়েই কাটাতে চাই আগামী প্রতিটি বছর। 

* সব অশুভ শক্তির বিনাশ হোক, পজিটিভিটি থাকুক চারিদিকে। খুব ভালো কাটুক নতুন বছর সবার। 

* আগের বছর মত নতুন এই বছরটাতেও থাকুক অনেক হাসিঠাট্টা, মজা, খাওয়া দাওয়া, এক সঙ্গে সময় কাটানো, আর অনেক অনেক উপহার!

* সফলতার নতুন শিখরে পৌঁছনোর সংকল্প নিয়ে শুরু হোক তোমার নতুন বছর। ২০২৬ সালের অনেক অনেক শুভ কামনা রইল। 
 

Read more!
Advertisement
Advertisement