Advertisement

Happy Vishwakarma Puja 2021: শুভ বিশ্বকর্মা পুজো! উইশ বার্তা জানান WhatsApp, Facebook, Instagram-র মাধ্যমে

Vishwakarma Puja 2021 Wishes: বিশ্বকর্মা পুজো মূলত একই দিনে ১৭ সেপ্টেম্বর উদযাপন হয় প্রতি বছর। জেনে নিন বিশেষ দিনে সকলকে হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে কী ভার্চুয়াল বার্তা (Vishwakarma Puja 2021 Messages) দিতে পারেন আপনি। 

বিশ্বকর্মা পুজোর ভার্চুয়াল উইশ বার্তা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Sep 2021,
  • अपडेटेड 10:45 PM IST
  • এই বছরও বিশ্বকর্মা পুজো পড়েছে ১৭ সেপ্টেম্বর।
  • ঋগবেদ অনুসারে, বিশ্বকর্মা হলেন সর্বদর্শী ও সর্বজ্ঞ।
  • বিশ্বকর্মা, দেবশিল্পী নামেও পরিচিত।

Vishwakarma Puja 2021: বিশ্বকর্মা পুজো (Vishwakarma Puja) মানেই দুর্গাপুজোর (Durga Puja) আগমনী ঘণ্টা বেজে যায়। সব দেব -দেবীর পুজো তিথি মেনেই করার রীতি হিন্দু ধর্মে। আর সেই তিথি অনুযায়ী পড়ে পুজোর তারিখ। তবে বিশ্বকর্মা পুজো মূলত একই দিনে উদযাপন হয় প্রতি বছর। এই বছরও বিশ্বকর্মা পুজো পড়েছে ১৭ সেপ্টেম্বর

ঋগবেদ অনুসারে, বিশ্বকর্মা হলেন সর্বদর্শী ও সর্বজ্ঞ। এমনকী দেবতাদের প্রাসাদের নির্মাণ করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা। তাই তিনি দেবশিল্পী নামেও পরিচিত। উন্নত ভবিষ্যৎ, নিরাপদ কাজের পরিস্থিতি এবং নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সর্বোপরি নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের জন্য প্রার্থনা করে, বিভিন্ন ধরনের পেশার মানুষ এদিন বিশ্বকর্মার পুজো করেন। 

শুধু কলকারাখানা, শিল্পক্ষেত্র নয়, অনেক বাড়িতেও বিশ্বকর্মা পুজো করা হয়। এই বিশেষ দিন পুজোর পর রকমারি খাওয়া দাওয়ায় মেতে ওঠেন সকলে। জেনে নিন বিশেষ দিনে সকলকে হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে কী ভার্চুয়াল বার্তা (Vishwakarma Puja 2021 Messages) দিতে পারেন আপনি।  

আরও পড়ুন: ভাদ্রে রেঁধে আশ্বিনে খাওয়া! জানুন রান্না পুজোর সব খুটিনাটি 


বিশ্বকর্মা পুজো ২০২১ - শুভেচ্ছাবার্তা (Vishwakarma Puja Message) 

* বিশ্বকর্মা পুজোর শুভ দিন উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রভু সকলকে সমৃদ্ধি দান করুক। 

* ভগবান বিশ্বকর্মা আপনার পেশাদার জীবনকে সাফল্যে পূর্ণ করুক। শুভ বিশ্বকর্মা পুজো! 

* বিশ্বকর্মা পুজোর শুভ দিন উপলক্ষে আপনার ব্যবসার উন্নতি ও আপনার মঙ্গল কামনা করি। শুভ হোক সব... 

* প্রভু বিশ্বকর্মা সব সময় আপনার পাশে থাকুক, আপনার জীবনে উন্নতি হোক। 

Advertisement

* প্রতিটি শিল্পকর্মে উন্নতি হোক আপনার। আজকের এই বিশেষ দিনে এই কামনা করি। শুভ বিশ্বকর্মা পুজো ২০২১! 

* কামার কুমোর তাঁতি চাষি, আমরা সবাই বিশ্ববাসী। তোমার কর্মের আমরা কর্মী, জাত যতই হোক ভিন্ন ধর্মী, কর্ম বিনা ধর্ম কি হয়? জয় বাবা বিশ্বকর্মার জয়! 

* ভাদ্র মাসের সংক্রান্তিতে সবাই মেতে ওঠে আনন্দে। বাবা সকল শিল্পত্তের নির্মাতা। জয় জয় বাবা বিশ্বকর্মা! 

* সত্যযুগে তুমি স্বর্গ সাজালে, তেতা যুগে লঙ্কা বানালে, দাপরেতে মথুরা নগরী, কলিতে সাজালে ভবপুরী...জয় বাবা বিশ্বকর্মা! 

* যে জন করে তোমার অর্চনা, পূরণ হয় তাঁর কর্ম চেতনা। শেষ ভাদরে তুমি পুজিত ধরায়, মনে মনে সবাই তোমার প্রণাম জানাই। শুভ বিশ্বকর্মা পুজো! 

* বাবা বিশ্বকর্মার আশীর্বাদে আপনার মনের সকল বাসনা পূরণ হোক। বিশ্বকর্মা বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা! 

আরও পড়ুন: বিশ্বকর্মাকে কেন 'দেবশিল্পী' বলা হয় জানেন? রইল পুরাণের কাহিনি

 বিশ্বকর্মা পুজোর মন্ত্র 

দংশপালঃ মহাবীরঃ সুচিত্রঃ কর্মকারকঃ। বিশ্বকৃৎ বিশ্বধৃকতঞ্চ বাসনামানো দণ্ডধৃক। ওঁ বিশ্বকর্মণে নমঃ।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement