Advertisement

কীভাবে দূর করবেন ব্ল্যাকহেডস? জানুন ঘরোয়া টোটকা

নাক ও থুতনিতে অনেকেরই ব্ল্যাকহেডস (Blackheads) হয়। নাকের এই কালো দাগের জন্য বেশির ভাগ মানুষ হীনমন্যতায় ভোগেন। তবে জানেন কি?এই সমস্যা থেকে বেরানোর উপায় আপনার হাতের নাগালেই রয়েছে।

ব্ল্যাকহেডস দূর করার ঘরোয়া দুই উপায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Apr 2021,
  • अपडेटेड 4:29 PM IST
  • সবার পক্ষে পার্লারে যাওয়া বা বিউটি এক্সপার্টের পরামর্শ নেওয়া সম্ভব হয় না সব সময়ে।
  • নাকের এই কালো দাগের জন্য বেশির ভাগ মানুষ হীনমন্যতায় ভোগেন।
  • ঘরোয়া পদ্ধতিতেই দূর করা সম্ভব ব্ল্যাকহেডস।

মুখ নিয়ে ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই সতর্ক থাকতে চান। নাক হচ্ছে মানুষের মুখমণ্ডলের একটা গুরুত্বপূর্ণ অংশ। সেই নাক ও থুতনিতে অনেকেরই ব্ল্যাকহেডস (Blackheads) হয়। নাকের এই কালো দাগের জন্য বেশির ভাগ মানুষ হীনমন্যতায় ভোগেন।

সবার পক্ষে পার্লারে যাওয়া বা বিউটি এক্সপার্টের পরামর্শ নেওয়া সম্ভব হয় না সব সময়ে। তবে জানেন কি? এই সমস্যা থেকে বেরানোর উপায় আপনার হাতের নাগালেই রয়েছে। চলুন জেনে নেওয়া যাক কীভাবে ঘরোয়া উপায়ে সহজেই ব্ল্যাকহেডস দূর করবেন। 

মধু

মধুর স্বাস্থ্যগুণ সম্পর্কে অনেকেই অবগত। সেই সঙ্গে ভেষজ পদ্ধতিতে রূপচর্চাতেও মধুর জুটি মেলা ভার। মুখের ব্ল্যাকহেডসের জায়গাগুলিতে ভালো করে মধু মাখিয়ে রাখুন। ১০-১২ মিনিট পর শুকিয়ে গেলে, ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন। ত্বককে কোমল রাখে মধু। সেই সঙ্গে আমাদের লোমকূপকেও সংকুচিত রাখে। যার ফলে ব্ল্যাকহেডস দূর হয়।

হলুদ

ব্ল্যাকহেডস দূর করতে হলুদ কার্যকরী ভূমিকা পালন করে। পুদিনা পাতার রসের মধ্যে কাঁচা হলুদ বাটা দিয়ে ঘন একটি মিশ্রণ তৈরি করুন। এবার সেই প্যাক ব্ল্যাকহেডসের জায়গাগুলিতে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে উষ্ণ গরম জলে ধুয়ে নিন।

এছাড়া হলুদ, চন্দনের গুঁড়ো এবং কাঁচা দুধ দিয়ে ঘন করে আরও একটি ফেস প্যাক তৈরি করতে পারেন। এই মিশ্রণ ব্ল্যাকহেডসের জায়গায় ১০ মিনিট মতো রেখে জল দিয়ে ধুয়ে নিন।

আরও পড়ুন: ডায়বেটিস থেকে লিভারের সমস্যা, তরমুজ ডেকে আনতে পারে এই সমস্যাগুলি 

এবার আর চিন্তা না করে, বা বাজার চলতি ফেসপ্যাক না ব্যবহার করে বাড়িতে বানিয়ে ফেলুন এই বিশেষ ফেস প্যাক। সপ্তাহে অন্তত দু-তিনবার যেগুলি ব্যবহার করলে ব্ল্যাকহেডসের সমস্যা দূর হবে নিশ্চিত। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement