Advertisement

Tomato Soup: শীতে উষ্ণ রাখবে টমেটো স্যুপ, কীভাবে বানাবেন? রেসিপি

Tomato Soup: শীতকাল আসলেই মনটা কেমন স্যুপ স্যুপ করে। গরম গরম স্যুপ খেলে মন এবং শরীর দুইই চাঙ্গা থাকে। আর তা যদি হয় টমেটো স্যুপ, তাহলে তো কথাই নেই! টমেটো ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ হওয়ায় আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারি।

টমেটো স্যুপের রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Nov 2024,
  • अपडेटेड 8:12 PM IST
  • শীতকাল আসলেই মনটা কেমন স্যুপ স্যুপ করে।

শীতকাল আসলেই মনটা কেমন স্যুপ স্যুপ করে। গরম গরম স্যুপ খেলে মন এবং শরীর দুইই চাঙ্গা থাকে। আর তা যদি হয় টমেটো স্যুপ, তাহলে তো কথাই নেই! টমেটো ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ হওয়ায় আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। টমেটোর স্যুপও পুষ্টিতে ভরপুর। স্বাস্থ্যের পাশাপাশি টমেটো আমাদের ত্বকও ভালো রাখে। তাহলে আর দেরি না করে আজই বানিয়ে ফেলুন টমেটোর স্যুপ।

টমেটো স্যুপ তৈরির উপকরণ
১০-১২টা টমেটো বড় বড় করে কাটা 
আধা টেবিল চামচ তেল 
এক টেবিল চামচ মাখন
একটা তেজপাতা
মাঝারি সাইজের পেঁয়াজ কুচি
হাফ গাজর গোল গোল করে কাটা
৪ কোয়া রসুন কুচি
নুন ও চিনি
গোলমরিচ কয়েকটা
গোলমরিচ গুঁড়ো
ফ্রেশ ক্রিম

টমেটো স্যুপ তৈরির পদ্ধতি
গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল ও মাখন দিয়ে গরম করুন। মাখন গলে এলে তেজপাতা ও রসুন-পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকুন। 

তারপর তাতে গাজর দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে কেটে রাখা টমেটোগুলো ও নুন, গোটা গোলমরিচ দিয়ে দিন। 

এবার সবকটা উপকরণ ভালো করে মেশান, নাড়তে থাকুন। এরপর তাতে পরিমাণমতো জল দিয়ে ঢাকা দিন, যাতে সব সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। 

বেশ কিছুক্ষণ পরে কড়াইয়ের ঢাকনা খুলে একটা পাত্রে সবজির স্টক ছেঁকে নিন। 

কড়াইতে পড়ে থাকা সেদ্ধ সবজির মধ্যে থেকে তেজপাতা, গোলমরিচ বার করে নিন। তারপর সেদ্ধ সবজিগুলি ঠান্ডা করে নিন। 

মিক্সিতে সবজিগুলি ও ঠান্ডা জল দিয়ে ভালোভাবে পিষে নিন। এবার ওই কড়াইতেই টমেটোর পিউরি ঢেলে দিন। 

ছেঁকে রাখা স্টকও তাতে ঢেলে দিন। স্বাদমতো নুন, গোলমরিচ গুঁড়ো, চিনি দিয়ে মেশান ভালো করে। তারপর ফোটান বেশ কিছুক্ষণ। 

Advertisement

কিছুক্ষণ ফোটানোর পর স্যুপটি আবার ছাঁকনির সাহায্য ভালোভাবে ছেঁকে নিন। তারপর এই ছেঁকে নেওয়া স্যুপটি কড়াইতে ঢেলে আবার ফোটান কিছুক্ষণ। 

স্যুপটি যদি বেশি পাতলা মনে হয়, তাহলে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে স্যুপে মেশাতে পারেন।

কিছুক্ষণ নেড়ে নিয়ে স্যুপে ফ্রেশ ক্রিম দিয়ে মিশিয়ে নিন। তারপর আঁচ বন্ধ করে দিন। ব্যস, তৈরি টমেটো স্যুপ! গরম গরম পরিবেশন করুন।


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement