Advertisement

Happy Lakshmi Puja Wishes 2021: শুভ কোজাগরী লক্ষ্মী পুজো! WhatsApp, Instagram, Facebook-এ পাঠান শুভেচ্ছা বার্তা

Lakshmi Puja 2021: আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর আরাধনা করা হয়। জেনে নিন এই লক্ষ্মীপুজোয় সকলকে কী ভার্চুয়াল বার্তা দিতে পারেন আপনি। 

লক্ষ্মীপুজোর ভার্চুয়াল শুভেচ্ছা বার্তালক্ষ্মীপুজোর ভার্চুয়াল শুভেচ্ছা বার্তা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Oct 2021,
  • अपडेटेड 7:59 AM IST
  • আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর আরাধনা করা হয়।
  • ‘কোজাগরী’ কথাটির অর্থ ‘কে জেগে আছো?’
  • এই রাতে যে ব্যক্তি জেগে দেবীর আরাধনা করেন তাঁর ঘরেই প্রবেশ করেন দেবী লক্ষী।

Happy Lakshmi Puja Wishes 2021: কোজাগরী পূর্ণিমার (Kojagori Purnima) দিন ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী (Ma Lakshmi)। আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর (Kojagori Lakshmi) আরাধনা করা হয় (Lakshmi Puja)। ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রায় প্রতিটা পরিবার।

বাংলায় শারদীয়া দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর আরাধনা করা হয়। ‘কোজাগরী’ কথাটির অর্থ ‘কে জেগে আছো?’ হিন্দু পুরাণ মতে, আশ্বিনের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান, কে জেগে আছে। এই রাতে যে ব্যক্তি জেগে দেবীর আরাধনা করেন তাঁর ঘরেই প্রবেশ করেন দেবী লক্ষী। জেনে নিন এই লক্ষ্মীপুজোয় সকলকে হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে কী ভার্চুয়াল বার্তা  (Lakshmi Puja Wishes) দিতে পারেন আপনি। 

আরও পড়ুন

কোজাগরী লক্ষ্মী পুজো ২০২১ -এর শুভেচ্ছা বার্তা  (Kojagori Lakshmi Puja 2021 Wishes)

* এই লক্ষ্মী পুজোয় আপনার জীবনে সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য নিয়ে আসুক। শুভ লক্ষ্মী পুজো!
 
* মা লক্ষ্মীর কৃপা আপনার ও আপনার পরিবারের প্রতি সর্বদা থাকুক এই কামনা করি। শুভ লক্ষ্মী পুজো! 

* সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পুজোর প্রীতি ও শুভেচ্ছা।

* আপনার ধন-সম্পদ, সুখ-শান্তি অক্ষয় হোক...শুভ লক্ষ্মী পুজো!

* এসো মা লক্ষ্মী বসো ঘরে... আমার এই ঘরে থাকো আলো করে... কোজাগরী লক্ষ্মী পুজোর শুভেচ্ছা সকলকে। 

* এই লক্ষ্মী পুজোয় আপনার পরিবারে ভরে থাকুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। শুভ কোজাগরী লক্ষ্মী পুজো ২০২১!

* আপনার উপর অর্থের বর্ষণ হোক সর্বদা, কোজাগরী লক্ষ্মী পুজোর পুণ্য লগ্নে এই কামনাই করি। লক্ষ্মী পুজোর শুভেচ্ছা! 

* এবারের লক্ষ্মী পুজোয় আপনি যা যা চেয়েছেন, আপনার মনের সমস্ত আশা পূর্ণ হোক।  

* আপনার পরিবার মায়ার বাঁধনে জড়িয়ে থাকুক। মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি সর্বদা আপনাদের উপরে থাকুক। কোজাগরী লক্ষ্মী পুজোর প্রীতি ও শুভেচ্ছা।

* আজ যে কাজই শুরু করবেন তাতেই যেন সাফল্য পান, সব স্বপ্ন যেন পূর্ণ হয় আজ। কোজাগরী লক্ষ্মী পুজোর শুভেচ্ছা। 

* লক্ষ্মী পুজো উপলক্ষে মা লক্ষ্মী আপনাকে সুখ ও সমৃদ্ধি দান করুক।

 

Read more!
Advertisement
Advertisement