Advertisement

Body Odor Remove: গরমে ঘামের দুর্গন্ধ দূর করুন ঘরোয়া টোটকায়, শরীর থাকবে চনমনে

অনেকেই ডিও দিয়ে ঘামের দুর্গন্ধ ঢাকতে চেষ্টা করেন। কিন্তু ডিওতে ঘামের দুর্গন্থ আদৌ ঢাকা যায় না। ঘামের দুর্গন্ধ দূরে রাখার সবচেয়ে ভাল উপায় হল ঘামকে দুর্গন্ধমুক্ত করা। তাহলেই সমস্যার সমাধান হবে।

গরমে ঘামের দুর্গন্ধ দূর করুন ঘরোয়া টোটকায়, শরীর থাকবে চনমনে
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 29 Feb 2024,
  • अपडेटेड 12:01 AM IST
  • এক টুকরো লেবুই মুশকিল আসান
  • ঘামের দুর্গন্ধ দূর করবে লেবু. নিম

Body Odor Remove With Neem And Lemon: গরম পড়তেই সমস্য়া হল ঘাম হতে শুরু করা। ঘাম হওয়া এমনিতে স্বাস্থ্যকর প্রক্রিয়া। ঘামের মধ্যে দিয়ে শরীরের রেচন পদার্থ বেরিয়ে যায়। কিন্তু অনেকের অতিরিক্ত ঘাম হয়। যাতে সারাক্ষণ অস্বস্তিতে থাকতে হয়। অনেকের ঘামে আবার প্রচুর দুর্গন্ধ বের হয়। বিশেষ করে শরীরের ভাঁজগুলিতে ঘামের দুর্গন্ধে টেঁকা মুশকিল হয়ে যায়। যদিও আন্ডারআর্মের গন্ধের প্রাথমিক চিকিৎসা হল জায়গাটিকে শুষ্ক রাখা বা উৎপন্ন ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ করা। 

অনেকেই ডিও দিয়ে ঘামের দুর্গন্ধ ঢাকতে চেষ্টা করেন। কিন্তু ডিওতে ঘামের দুর্গন্থ আদৌ ঢাকা যায় না। ঘামের দুর্গন্ধ দূরে রাখার সবচেয়ে ভাল উপায় হল ঘামকে দুর্গন্ধমুক্ত করা। তাহলেই সমস্যার সমাধান হবে। ঘরোয়া কিছু টোটকাতেই হবে সমাধান। জেনে রাখুন আপনার প্রচুর উপকার হবে।

সাধারণ পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি:

সাধারণ পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বজায় রাখা, যেমন গ্রীষ্মকালে দিনে দুবার স্নান করলে ত্বকের ব্যাকটেরিয়া দূর হয়। যেহেতু গ্রীষ্মকালে খুব ঘন ঘন ঘাম হয়, তাই ব্যাকটেরিয়ারোধী সাবান এবং গরম জল দিয়ে দিনে দুবার আন্ডারআর্ম ধোয়া সাহায্য করে। সিল্ক এবং সুতির মতো প্রাকৃতিক তন্তু দিয়ে তৈরি পোশাকের আর্দ্রতা শোষণ করার ক্ষমতা রয়েছে এবং ত্বককে শ্বাস নিতে দেয়।

খাদ্যের উপর বিধিনিষেধ:

ক্যাফেইন একটি অত্যন্ত কার্যকরী উদ্দীপক। যা অ্যাপোক্রাইন গ্রন্থিগুলির কার্যকলাপকে প্রোজ্বলিত করে। এভাবে, ক্যাফেইন, মশলাদার খাবার, অ্যালকোহল, স্যাচুরেটেড ফ্যাট, চিনি এবং সিগারেট এড়াতে চেষ্টা করুন, যা আন্ডারআর্মের গন্ধে অবদান রাখতে পারে।

ত্বকের পিএইচ মান কমানো

দুর্গন্ধের জন্য দায়ী ব্যাকটেরিয়া। ত্বকের পিএইচ মান কম হলে তা ত্বকে টিঁকে থাকতে পারে না। অ্যাপেল সিডার ভিনেগার, উইচ হ্যাজেল এবং টি ট্রি অয়েলের মতো জিনিস ত্বকের পিএইচ মান কমায়। আপেল সিডার ভিনেগার বা উইচ হ্যাজেলে একটি সুতির কাপড় বা তুলার বল ভিজিয়ে রাখুন এবং ডিওডোরেন্ট ব্যবহার না করে আন্ডারআর্ম মুছুন।

Advertisement

লেবু ব্যবহার

আরেকটি ঘরোয়া প্রতিকার হল লেবু। যা ব্যাকটেরিয়া মেরে ফেলতে কার্যকর। একটি তাজা লেবুকে দুই ভাগে কেটে নিন। লেবুর অর্ধেক অংশ আন্ডারআর্মে ঘষুন এবং রসটি আপনার ত্বকে লেগে থাকতে দিন। এটি শুকিয়ে যেতে দিন এবং তারপর স্নান করে নিন। শরীরের গন্ধ যথেষ্ট কমে না যাওয়া পর্যন্ত আপনাকে প্রতিদিন একবার এই প্রতিকারটি অনুসরণ করতে হবে।

তুলসি ও নিম ব্যবহার 

তুলসি ও নিমের ব্যাকটেরিয়ারোধী গুণ রয়েছে। এই দুটি গাছ আমাদের আশেপাশে খুব সাধারণ এবং দ্রুত ব্যাকটেরিয়া দমন করতে সাহায্য করতে পারে। কয়েকটি তুলসি ও নিম পাতা নিয়ে পেস্ট তৈরি করুন। স্নানের আগে এই পেস্টটি আন্ডারআর্মে লাগান এবং কয়েক মিনিট রেখে দিন। ফলাফল দেখতে আপনার সপ্তাহে তিনবার এই প্রক্রিয়া চালিয়ে যাওয়া উচিত।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement