Advertisement

Lips Care Tips : এই ৫ বদঅভ্য়াস আপনার ঠোঁট কালো করে দিতে পারে, খেয়াল রাখুন

Lips Care Tips: কখনও ঠোঁট কালো হয়ে যায়, আবার কখনও বা তা রুক্ষ হয়ে পড়ে। আর সে জন্য অনেকেরই মন খারাপ হয়ে যায়। কী করে তা সামাল দেওয়া যায়, তার চেষ্টা করতে থাকেন।

ঠোঁটের যত্ন নিতে হবে (প্রতীকী ছবি)
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 30 Jan 2022,
  • अपडेटेड 12:51 PM IST
  • সুন্দর এবং আকর্ষক ঠোঁট কে না চাইবেন
  • তবে কিছু অভ্য়াসের কারণে তা থাকে না
  • ঠোঁটের সৌন্দর্য খারাপ হয়ে যায়

Lips Care Tips: সুন্দর এবং আকর্ষক ঠোঁট কে না চাইবেন! বিশেষ করে মহিলাদের এমন ইচ্ছা থাকে তাঁদের ঠোঁট গোলাপি, সুন্দর এবং আকর্ষণীয় হোক। তবে কিছু অভ্য়াসের কারণে তা থাকে না। ঠোঁটের সৌন্দর্য খারাপ হয়ে যায়। 

আরও পড়ুন: কাঁচা বাদাম এবার ভোজপুরিতে, রাকেশ মিশ্রার ভিডিও VIRAL

কখনও তা কালো হয়ে যায়, আবার কখনও বা তা রুক্ষ হয়ে পড়ে। আর সে জন্য অনেকেরই মন খারাপ হয়ে যায়। কী করে তা সামাল দেওয়া যায়, তার চেষ্টা করতে থাকেন। আপনি যদি এমনই কোনও সমস্যার মুখোমুখি হন এবং তা থেকে মুক্তি পেতে চান, তা হলে কয়েকটি জিনিসের দিকে খেয়াল রাখা দরকার।

আপনাকে সুন্দর ঠোঁট পেতে হলে বেশ কিছু জিনিস ছেড়ে দিতে হবে। সেই বদঅভ্য়াসের ব্য়াপারেই জেনে নেব। যা ছেড়ে দিলে আপনার ঠোঁট হয়ে উঠবে আকর্ষণীয়। 

আরও পড়ুন: বাংলায় নয়া COVID-বিধি, বার-রেস্তোরাঁ কতক্ষণ খোলা থাকবে?

ডেড স্কিন
আমাদের ঠোঁটে ডেড স্কিন সেল জমা হয়। সেগুলো সরিয়ে ফেলা খুবই দরকার। ডেড স্কিনের কারণে ঠোঁট দেখতে বেশ কারাপ লাগে। আর ঠোঁটের স্কিনও খারাপ হয়ে যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে রোজ ঠোঁট ম্যাসাজ করা দরকার এবং ডেড স্কিন সেল সরিয়ে দেওয়া।

লিপস্টিক
শুনতে অবাক লাগলেও লিপস্টিকের ব্যবহার কালো ঠোঁটের কারণ হতে পারে। লিপস্টিকে কেমিক্যালস থাকে। আর সে কারণে ঠোঁট কালো হয়ে যায়। বিশেষ করে খারাপ কোয়ালিটির লিপস্টিক। তাই ভাল কোয়ালিটির লিপস্টিক যাতে ব্যবহার করা হয়, সে ব্য়াপারে খেয়াল রাখা দরকার।

ধূমপান
সিগারেট, বিড়ি খাওয়া ঠোঁটের জন্য ভাল নয়। ধূমপান করলে ঠোঁট কালো হয়ে যেতে পারে। যে ব্যক্তি প্রচুর ধূমপান করেন, তাঁর ঠোঁট কালো হয়ে যেতে পারে। 

Advertisement

কম জল খাওয়া
শরীরে কম জল পৌঁছলে তার প্রভাব পড়তে পারে ঠোঁটে। বদলে যেতে পারে তার রং। এই সমস্যা সহজেই সমাধান করা যায়। তা হল জল খাওয়ার পরিমাণ বাড়িয়ে দেওয়া। আপনি বেশি করে জল খেলে সেই সমস্যা থাকবে না। দিনে কম করে ৮ গ্লাস করে জল খান।

এক্সপায়ার্ড লিপ বাম ব্য়বহার করবেন না
অনেকেই লিপ বাম ব্যবহার করেন। তবে তা ব্যবহার করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে। সেটার এক্সপায়ারি ডেট পেরিয়ে যায়নি তো? তেমন হলে আপনার পক্ষে ঠিক হবে না। ঠোঁট ভাল করার বদলে তা খারাপ করে দেবে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement