রাত পোহালেই পয়লা বৈশাখ। বাঙালিদের একটি গুরুত্বপূর্ণ উৎসব হল এই নববর্ষ (Noboborsho)। সব বাঙালিরাই মুখিয়ে থাকেন এই উৎসবের দিকে। মিষ্টিমুখ,কোলাকুলি, হালখাতা,আড্ডা,নতুন জামায় সকলে আহ্বান জানান নতুন বছরের।
এই বছর অন্যান্য অনেক উৎসবের মতো নববর্ষের আনন্দ কিছুটা ভাঁটা পড়েছে করোনা অতিমারীর জন্য। তাই ঘরোয়া ভাবে উদযাপন করেই বেশীরভাগ মানুষ দিনটি কাটাবেন। কিন্তু শুভেচ্ছা বার্তা দেওয়া তো এই ইন্টারনেটের যুগে আটকে থাকে না। তাই দেখে নিন নববর্ষে নিজের ওয়াটস অ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টে কী ভার্চুয়াল বার্তা দিতে পারেন আপনি।
নববর্ষের ভার্চুয়াল মেসেজ ও স্ট্যাটাস
* নতুন সকাল, নতুন দিন, নতুন করে শুরু হোক সব। শুভ নববর্ষ ১৪২৮
* নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত। সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো। শুভ নববর্ষ সকলকে।
* পুরানো সব স্মৃতি করে ফেল ইতি, পুরানো সব কষ্ট করে ফেল নষ্ট, পুরানো সব বেদনা আর মনে রেখ না। নতুন বছরের শুভেচ্ছা আপনার ও আপনার পরিবারের সকলকে।
* সব খারাপ স্মৃতিকে পুরনো দুঃখ হিসেবে ভুলে যাও। নতুন বছর শুরু কর, নতুন আশা আর প্রতিজ্ঞা নিয়ে। শুভ নববর্ষ!
* এসো হে বৈশাখ এসো এসো...আগামী সকলের ভাল কাটুক। নতুন বছরের শুভেচ্ছা।
* নীল আকাশের মেঘের ভেলায়, ঘাসের উপর শিশির কণায়,প্রজাপতির রঙিন ডানায়,ফাল্গুনের ফুলের মেলায়, বৈশাখে তোমায় শুভেচ্ছা জানাই!
* নতুন বছরের নতুন যাত্রা হয় যেন সুখ আর আনন্দময় ! এই কামনায় তোমাদের জানাই শুভ নববর্ষ!
* বসন্তের আগমনে কোকিলের সুর ! গ্রীষ্মের আগমনে রোদেলা দুপুর ! বর্ষার আগমনে সাদা কাঁশফুল ! তাই তোমায় Wish করতে মন হল বেকুল ! শুভ নববর্ষ!
আরও পড়ুন: এসো হে বৈশাখ... নববর্ষের সেরা গানগুলি এক নজরে দেখে নিন
* নতুন পোশাক নতুন সাঁজ। নতুন বছর শুরু আজ। মিষ্টি মন মিষ্টি হাঁসি। শুভেচ্ছা জানাই রাশি রাশি...শুভ নববর্ষ !
* বিদায় রাগিনী বাজিয়ে গেল জীর্ণ পুরনো বর্ষ। নববর্ষ আনবে সকল রকম হর্ষ। তোমাকে ও তোমার পরিবারকে জানাই নববর্ষের শুভেচ্ছা।
* পানতা, ইলিশ আর ভরতা, ভাজি বাঙালির প্রাণ, নতুন বছরে সবাই গাইবো বৈশাখের গান। এসো হে বৈশাখ এসো এসো। শুভ নববর্ষ।
* হে নূতন, দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ... নববর্ষের শুভেচ্ছা সকলকে।
* আশা করছি, এই নববর্ষ যেন তোমার জীবনের শ্রেষ্ঠ বছর হয়। তোমার সমস্ত প্রত্যাশা পূরণ এবং স্বপ্ন সত্যি হোক। শুভ নববর্ষ ১৪২৮।
* তোমার সমস্ত কামনা পূর্ণ হোক। ঈশ্বরের ভালোবাসা তোমার জীবনে থাকুক। শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই।
আরও পড়ুন: পয়লা বৈশাখ টু বিহু! এইভাবে নববর্ষ উদযাপনে মেতে ওঠে ভারতবর্ষ
বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো হলেও। নববর্ষের আলাদা গুরুত্ব আছে। বর্তমানে এই বিশেষ দিন উপলক্ষে সেজে ওঠে সমস্ত শপিং মল থেকে পশ্চিম বাংলার রাস্তাঘাট। আর সকলে রাগ-অভিমান, দুঃখ -কষ্ট ভুলে গা ভাসান উৎসবের আনন্দে।