Advertisement

Pumpkin Seeds Benefits For Male : পুরুষরা থাকবেন চনমনে, ভিতর থেকেও রাখবে ফিট; শুধু খান এই জিনিস

শরীরকে সুস্থ রাখতে ডায়েটে প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হয়। সেক্ষেত্রে এই প্রতিবেদনে কুমড়োর বীজের উপকারিতা নিয়ে আলোচনা করা হবে। কারণ কুমড়োর বীজ খুবই উপকারী, বিশেষত পুরুষদের জন্য। তাই পুরুষদের অবশ্যই খাদ্যতালিকায় কুমড়োর বীজ অন্তর্ভুক্ত করা উচিত। এর ফলে পুরুষদের যৌন স্বাস্থ্য ভাল থাকে এবং শরীরও মজবুত থাকে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কুমড়োর বীজ খাওয়ার উপকারিতাগুলি।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 09 Feb 2023,
  • अपडेटेड 6:30 AM IST
  • কুমড়ো অনেকেই খান
  • এর বীজও ফেলে দেওযার নয়
  • রয়েছে প্রচুর উপকার

বর্তমান সময়ের ব্যস্ত লাইফস্টাইল এবং ভুল খাদ্যাভ্যাস স্বাস্থ্যকে খুব খারাপভাবে প্রভাবিত করে। এর জেরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং স্থূলতার মতো অনেক মারাত্মক রোগ শরীরকে বাসা বাঁধে। এই পরিস্থিতিতে সঠিক জীবনযাত্রার পরিবর্তন এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের ওপর জোর দেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

শরীরকে সুস্থ রাখতে ডায়েটে প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হয়। সেক্ষেত্রে এই প্রতিবেদনে কুমড়োর বীজের উপকারিতা নিয়ে আলোচনা করা হবে। কারণ কুমড়োর বীজ খুবই উপকারী, বিশেষত পুরুষদের জন্য। তাই পুরুষদের অবশ্যই খাদ্যতালিকায় কুমড়োর বীজ অন্তর্ভুক্ত করা উচিত। এর ফলে পুরুষদের যৌন স্বাস্থ্য ভাল থাকে এবং শরীরও মজবুত থাকে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কুমড়োর বীজ খাওয়ার উপকারিতাগুলি।

হার্ট সুস্থ রাখে
কুমড়ো অ্যান্টিঅক্সিডেন্ট, জিঙ্ক এবং ফ্যাটি অ্যাসিডের মতো গুণে সমৃদ্ধ। তাই এটি সেবনের মাধ্যমে ডায়াবেটিস, হৃদরোগ, স্থূলতা, অনিদ্রা এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আর হার্ট ভাল থাকলে সুস্থ ও দীর্ঘ জীবনযাপনের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়।

আরও পড়ুন

যৌন স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়
যেসব পুরুষ যৌন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগছেন, তাঁদের জন্য কুমড়োর বীজ মারাত্মক কার্যকরী প্রমাণিত হতে পারে। এর ব্যবহারে পুরুষদের টেস্টোস্টেরনের মাত্রা ভাল থাকে। যার ফলে তাঁদের যৌন জীবনও আনন্দপূর্ণ থাকে। 

পুরুষদের শরীরকে শক্তিশালী করে
যাঁরা শারীরিক দুর্বলতার সঙ্গে লড়াই করছেন তাঁরা অবশ্যই কুমড়োর বীজ খান। এটি সেবন করলে শরীর মজবুত থাকে এবং দুর্বলতা কেটে যায়। এছাড়াও এটির সেবনে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মেটাবলিজম উভয়ই শক্তিশালী হয়।

ত্বকের জন্য দরকারী
কুমড়োর বীজ ভিটামিন কে, ভিটামিন বি এবং ভিটামিন এ-তে সমৃদ্ধ। এটি ব্যবহার করলে মুখের ব্রণ দূর হয়। পাশাপাশি এটি  ত্বকে প্রাকৃতিক গ্লো প্রদান করে, ফলে ত্বক চকচকে থাকে। অর্থাৎ এর থেকেই বোঝা যাচ্ছে, শুধু কুমড়োই নয়, ডায়েটে রাখা উচিত সেটির বীজও। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement