বাঙালির মনে- প্রাণে, সুখে-দুঃখে, উৎসবে সবেতেই রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) থাকেন। বলা যায় গুরুদেব বাঙালিদের আত্মার সঙ্গে মিশে আছেন। তাই তো ২৫ শে বৈশাখ এতটা কাছের এবং গুরুত্বপূর্ণ দিন। আগামী রবিবার অর্থাৎ ৯ মে পড়েছে এই বছরের ২৫ শে বৈশাখ, অর্থাৎ গুরুদেবের জন্মদিন।
প্রতি বছর প্রায় সপ্তাহব্যাপী চলে রবীন্দ্র জয়ন্তী (Rabindra Jayanti 2021) উদযাপন। প্রায় একমাস আগে থেকে চলে তার প্রস্তুতি। এটি যেন কোনও উৎসবের থেকে থেকে কোনও অংশে কম না। কিন্তু ২০২০ সাল থেকে করোনা অতিমারীর জন্য তাঁর ছন্দপতন হয়েছে। সামাজিক মাধ্যমের সাহায্যে শেয়ার করতে পারেন কবিগুরুর কিছু উক্তি। জেনে নিন কবি স্মরণে নিজের হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টে কী ভার্চুয়াল বার্তা শেয়ার করতে পারেন আপনি।
রবি ঠাকুরের বিশেষ উক্তি যা আজও প্রাসঙ্গিক
* "যথার্থ অধিকার থেকে মানুষ নিজের দোষে ভ্রষ্ট হয়।"
* "যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।"
* "চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণতলে দিবস শর্বরীব সুধারে রাখে নাই খন্ড ক্ষুদ্র করি।"
* "নিজের গুণহীনতার বিষয়ে অনভিজ্ঞ এমন নির্গুণ শতকরা নিরেনব্বই জন, কিন্তু নিজের গুণ একেবারে জানে না এমন গুণী কোথায়?"
* "সামনে একটা পাথর পড়লে যে লোক ঘুরে না গিয়ে সেটা ডিঙ্গিয়ে পথ সংক্ষেপ করতে চায় – বিলম্ব তারই অদৃষ্টে আছে।"
* "আছে দু:খ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে…"
* "আমার তৃষ্ণা তোমার সুধা তোমার তৃপ্তি আমার সুধা।"
* "হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান,
অপমানে হতে হবে তাহাদের সবার সমান!
মানুষের অধিকারে
বঞ্চিত করেছ যারে,
সম্মুখে দাঁড়ায়ে রেখে তবু কোলে দাও নাই স্থান,
অপমানে হতে হবে তাহাদের সবার সমান।"
* "এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়।"
* "প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।"
* "সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা।"
* "নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়।"
* "আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই ও সেই জন্যই বন্ধুকে চাই।"
* "লোকে ভুলে যায় দাম্পত্যটা একটা আর্ট, প্রতিদিন ওকে নতুন করে সৃষ্টি করা চাই।"
* "সাত কোটি বাঙালিরে হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি।"
বর্তমানে চারিদিকে যেন শুধুই শোনা যাচ্ছে দুঃসংবাদ, মৃত্যু খবর। সেই সঙ্গে পশ্চিমবাংলায় নির্বাচন পরবর্তী সময়ে যেন বেড়ে চলেছে হিংসা। এই দমবন্ধ করা পরিবেশে বেশীরভাগ মানুষ ভুগছেন অনিশ্চয়তা ও নেগেটিভিটিতে। কিন্তু এই সময়ে মনে সাহস রাখা খুব জরুরী। মানব জীবনের সত্যিই এরকম কোনও অনুভূতি বোধ হয় নেই, যা নিয়ে রবি ঠাকুর লেখেননি। তাই এই কঠিন সময়ে সঙ্গে থাকুক রবি ঠাকুর।