Advertisement

Rosogolla Recipe: রাতের বেঁচে যাওয়া বাসি ভাত ফেলে দেন নাকি? বানিয়ে নিন রসগোল্লা

Rosogolla Recipe: বাঙালি আর মিষ্টি এই দুটোর সঙ্গে সম্পর্ক বহুকালের। মিষ্টি ছাড়া বাঙালি একেবারেই অসম্পূর্ণ। আর মিষ্টির মধ্য়ে সন্দেশ, রসগোল্লা, চমচম, কাঁচাগোল্লা, পান্তুয়া অন্যতম। তবে এইসব মিষ্টির মধ্যে রসগোল্লার প্রতি বাঙালির প্রেম বহুকালের।

রসগোল্লা রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Jan 2024,
  • अपडेटेड 7:22 PM IST
  • বাঙালি আর মিষ্টি এই দুটোর সঙ্গে সম্পর্ক বহুকালের।

বাঙালি আর মিষ্টি এই দুটোর সঙ্গে সম্পর্ক বহুকালের। মিষ্টি ছাড়া বাঙালি একেবারেই অসম্পূর্ণ। আর মিষ্টির মধ্য়ে সন্দেশ, রসগোল্লা, চমচম, কাঁচাগোল্লা, পান্তুয়া অন্যতম। তবে এইসব মিষ্টির মধ্যে রসগোল্লার প্রতি বাঙালির প্রেম বহুকালের। গরম গরম রসগোল্লা মুখে পড়লে এক আলাদা অনুভূতি হয়। নরম ছানার গোল গোল মিষ্টি মুখে পড়লেই স্বাদের বিস্ফোরণ। তবে রসগোল্লা ছানা ছাড়াও তৈরি হয়। আর সেটাও খেতে দুর্দান্ত। 

অনেক সময়ই দেখা যায় যে রাতের বেঁচে যাওয়া ভাত নয়তো আমরা ফেলে দিই অথবা অন্য কোনও খাবার তৈরি করে নিই। কিন্তু এই বাসি ভাত দিয়েই যে দারুণ স্বাদের রসগোল্লা তৈরি হয় তা অনেকেই জানেন না। সুতরাং এবার থেকে রাতে ভাত বেঁচে গেলে সেটা ফেলে না দিয়ে বানিয়ে নিন মিষ্টি স্বাদের রসগোল্লা। আসুন তাহলে জেনে নিই বাসি ভাত দিয়ে কীভাবে তৈরি করা যায় রসগোল্লা।  

রসগোল্লার জন্য লাগবে
বাসি ভাত ২ কাপ, গুঁড়ো দুধ ২ চামচ, ময়দা ১ চামচ, ঘি, এলাচ ৩-৪ টে, চিনি। 

পদ্ধতি
প্রথমে বাসি ভাত ২ কাপ নিয়ে তা মিক্সিতে আরও মিহি করে নিন। এরপর তা আলাদা পাত্রে রাখুন। 

কড়াইতে ঘি গরম করুন। এতে ভাতের মিশ্রণ, গুঁড়ো দুধ, ময়দা দিয়ে ভালো করে মেশান। 

একটা মণ্ডের মতো তৈরি হয়ে গেলে নামিয়ে নিন। অপরদিকে, অন্য এক পাত্রে চিনির রস তৈরি করে ফেলুন। 

এর জন্য গ্যাসে সসপ্যান মিশিয়ে জল ও চিনি দিন। এতে এলাচ দিয়ে দিন। রস ঘন হয়ে গেলে গ্যাস একটু হালকা আঁচে রাখুন। 

ভাতের মণ্ড থেকে গোল গোল আকারে রসগোল্লা গড়ে নিন। এরপর চিনির রসে ফেলে দিন। 

Advertisement

কিছুক্ষণ ফোটার পর রসগোল্লাগুলো ফুলে উঠবে। কাঁচের বাটিতে নামিয়ে ওপর থেকে চিনির রস দিয়ে পরিবেশন করুন ভাতের রসগোল্লা। 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement