Advertisement

Right Time For Shaving: দাড়ি কাটার সঠিক সময় কোনটা? জেনে নিন শেভিংয়ের উপযুক্ত সময়

Right Time For Shaving: দাড়ি কামানোর সঠিক সময় কোনটি? সকালে স্নানের আগে না পরে, সন্ধ্যায় সব কাজ শেষ করে ঘুমাতে যাওয়ার আগে নাকি সকালে ঘুম থেকে উঠে মুখ-হাত ধোয়ার সময় দাড়ি কাটা উচিত? জেনে নিন...

দাড়ি কাটার সঠিক সময় কোনটা? জেনে নিন শেভিংয়ের উপযুক্ত সময়।
Aajtak Bangla
  • নয়া দিল্লি,
  • 08 Jun 2023,
  • अपडेटेड 3:57 PM IST
  • দাড়ি কামানোর সঠিক সময় কোনটি?
  • দাড়ি কাটা বা শেভিং করাও পুরুষদের জীবনের একটি বড় কাজ।
  • পুরুষ মানুষ তার সুবিধা অনুযায়ী সপ্তাহ বা দিনের একটা নির্দিষ্ট সময়ে দাড়ি কাটেন।

Right Time For Shaving: দাড়ি কাটা বা শেভিং করাও পুরুষদের জীবনের একটি বড় কাজ। পুরুষ মানুষ তার সুবিধা অনুযায়ী সপ্তাহ বা দিনের একটা নির্দিষ্ট সময়ে দাড়ি কাটেন বা ট্রিম করেন বা সেলুনে গিয়ে কাটিয়ে আসেন। কেউ প্রতিদিন বা সপ্তাহের নির্দিষ্ট কয়েকটা দিনে সকাল সকাল দাড়ি কামান। কেউ আবার ছুটির দিনে স্নানের সময় দাড়ি কাটেন। অনেকে আবার কাজ থেকে ফিরে রাতে শোয়ার আগে দাড়ি কামান। প্রশ্ন হল দাড়ি কামানোর সঠিক সময় কোনটি? সকালে স্নানের আগে না পরে, সন্ধ্যায় সব কাজ শেষ করে ঘুমাতে যাওয়ার আগে নাকি সকালে ঘুম থেকে উঠে মুখ-হাত ধোয়ার সময় দাড়ি কাটা উচিত? জেনে নিন...

আসলে ছেলেদের দাড়ি কাটার কোনও নির্দিষ্ট সময় নেই বললেই চলে। যে যার সুযোগ-সুবিধা মতো এই কাজটি সেরে থাকেন। তবে দিনের মধ্যে কিছু সময় দাড়ি কাটা সবচেয়ে ভাল।

স্নানের সময় দাড়ি কাটা
বেশ কিছু সমীক্ষায় দেখা গিয়েছে যে, বেশিরভাগ পুরুষই স্নান করার আগে শেভ করতে পছন্দ করেন। পৃথিবীর অধিকাংশ দেশেই এমনটা হয়। স্নানের আগে শরীরের সব অঙ্গ-প্রত্যঙ্গ পরিষ্কার করা শতাব্দী প্রাচীন অভ্যাস। শেভিং এই প্রক্রিয়ারই একটি অংশ। স্নানের আগে শেভ করলে স্নানের সময় সতেজতার অনুভূতি পাওয়া যায়। নিঃসন্দেহে এটি একটি ভাল অনুভূতি যা অফিসে যাওয়ার আগে একজন ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাস জাগায়।

স্নানের পর দাড়ি কাটা
স্নান করার পরে আপনার চুল এবং ত্বক খুব নরম হয়ে যায়। এটি সহজে এবং ত্বককে বেশি ধকল না দিয়ে শেভ করার অভিজ্ঞতা দেয়। স্নান করার পরে আপনার চুল এবং ত্বক খুব নরম থাকায় দাড়ি কাটার পর জ্বালা করা বা কেটে যাওয়ার আশঙ্কা খুব কম থাকে। তাই অনেকেই স্নান করার পরে দাড়ি কামাতে পছন্দ করেন। 

Advertisement

রাতে শোয়ার আগে দাড়ি কাটা
পৃথিবীতে কিছু মানুষ আছেন যারা সারাদিনের সব কাজ শেষ করে রাতে ঘুমানোর আগে শেভিং করেন। এই সময় দাড়ি কাটলে শেভিংয়ের আগে বেশ কিছুক্ষণ মুখ ও দাড়ি জলে ভাল করে ভিজিয়ে নেওয়া ভাল। এই সময় শেভিং ফোম ব্যবহার করলে ত্বক আর দাড়ি দ্রুত নরম হয়ে যায়, ফলে দাড়ি কাটা সহজ এবং আরামদায়ক হয়ে যায়। দাড়ি কাটার পর ফটকিরি বা আফটার শেভ লোশন মেখে নিতে ভুলবেন না। এতে কাটা-ছড়া থেকে ইনফেকশনের ঝুঁকি এড়ানো সম্ভব হবে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement