Advertisement

Skincare For Men: যৌবনকে অটুট রাখতে পুরুষদের করা উচিত নিয়মিত স্কিনকেয়ার, কী কী করবেন?

Best Skincare Tips For Men: বহু পুরুষ প্রাকৃতিক উপাদান দিয়ে মুখ ধোয়া পছন্দ করেন। ত্বকের ধরন অনুযায়ী আফটার-শেভ বা অন্যান্য পণ্য ব্যবহার করা উচিত। মুখের ত্বকের সঠিক যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Aug 2023,
  • अपडेटेड 7:05 PM IST

সকলেই চায় তার ত্বক উজ্জ্বল এবং স্বাস্থ্যকর হোক। অনেকে এর জন্য ঘরোয়া উপায় অবলম্বন করেন, আবার অনেকে পার্লারে গিয়ে রূপচর্চা করেন। বর্তমানে শুধু মহিলা নয়, পুরুষেরাও ত্বকের যত্ন নিতে উৎসাহী হয়। শহরের সেলুন বা স্যালোঁগুলিতে ভিড় হয় চোখের পড়ার মতো। 
 
বহু পুরুষ প্রাকৃতিক উপাদান দিয়ে মুখ ধোয়া পছন্দ করেন। ত্বকের ধরন অনুযায়ী আফটার-শেভ বা অন্যান্য পণ্য ব্যবহার করা উচিত। মুখের ত্বকের সঠিক যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানুন পুরুষদের ত্বকের কী কী যত্ন নেওয়া উচিত। রইল স্কিনকেয়ার টিপস। 
 
* প্রতিদিনের মুখ পরিষ্কারের জন্য, ত্বক পরিষ্কার করতে প্রাকৃতিক উপাদানে তৈরি  ফেসওয়াশ ব্যবহার করতে হবে। যাতে ত্বককে অতিরিক্ত শুষ্ক না করে এবং কোনও রাসায়নিক পদার্থের আধিপত্য না করে তা সতেজ করে।

* একটি সঠিক শেভিং রুটিন প্রতিটি মানুষের জন্য আবশ্যক। ত্বকের সঙ্গে মানানসই আফটারশেভ লোশন ব্যবহার করুন। শেভ করার পরে, ত্বকের ছিদ্রগুলি বাইরের বাতাসের সংস্পর্শে আসে। যদি প্রয়োজন হয়, শেভ করার পরে পরিষ্কার করার জন্য প্রাকৃতিক বা হারবাল ফেসওয়াশ ব্যবহার করুন। আপনি প্রাকৃতিকভাবে ত্বক পরিষ্কার করুন।

* শুষ্কতা এড়াতে ত্বককে ময়শ্চারাইজ করা অপরিহার্য। স্বাস্থ্যকর ত্বকের জন্য, ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।

* অনেকেই মনে করেন মহিলারাই শুধু ফেসিয়াল করেন বা এটি মেয়েলি হিসেবে দেখেন অনেকে। কিন্তু সময়ের সঙ্গে ধীরে ধীরে এই সংজ্ঞা বদলাচ্ছে। বিয়ে, উৎসবের আগে কিংবা অনেকে নির্দিষ্ট সময়ের ব্যবধানে ফেসিয়াল করেন। 

উপরে দেওয়া টিপসগুলি ভাল ত্বকের পাশাপাশি যৌবনকে অটুট রাখতেও কার্যকরী। তবে সকলেরই স্কিনকেয়ার রুটিন মেনে চলা উচিত। তবে সমস্ত পণ্য বেছে নিতে হবে আপনার ত্বকের ধরণ অনুযায়ী। যাদের অ্যালার্জি বা ত্বকের কোনও সমস্যা আছে, তারা অবশ্যই পরামর্শ করুন চিকিৎসক বা বিশেষজ্ঞর সঙ্গে। 

Advertisement


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement