Advertisement

Weight Loss Tips: প্রতি সপ্তাহে ১ কেজি করে ওজন কমবে, ব্যায়ামের সঙ্গে মানুন এই নিয়ম

সামনেই পুজো। অনেকেই চান পুজোর আগে বাড়তি মেদ কমিয়ে ছিপছিপে হতে। শুরু করেন এক্সারসাইজ। তবে শুধু শরীরচর্চা করলেই ওজন কমবে না। মেনে চলতে হবে এই নিয়মও। চলুন জেনে নিই দ্রুত ওজন কমাতে যা করবেন: 

ফাইল ছবি।
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 24 Jun 2023,
  • अपडेटेड 2:51 PM IST
  • সামনেই পুজো। অনেকেই চান পুজোর আগে বাড়তি মেদ কমিয়ে ছিপছিপে হতে।
  • শুরু করেন এক্সারসাইজ। তবে শুধু শরীরচর্চা করলেই ওজন কমবে না।

সামনেই পুজো। অনেকেই চান পুজোর আগে বাড়তি মেদ কমিয়ে ছিপছিপে হতে। শুরু করেন এক্সারসাইজ। তবে শুধু শরীরচর্চা করলেই ওজন কমবে না। মেনে চলতে হবে এই নিয়মও। চলুন জেনে নিই দ্রুত ওজন কমাতে যা করবেন: 

প্রথমে নিজের খাবারের অভ্যাস জানুন। কারণ আপনি প্রথমেই নিজের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনলে সমস্যায় পড়বেন। খাবারে শর্করা থাকলে কমিয়ে ফেলুন। যতটুকু পারুন চর্বি এড়ানোর চেষ্টা করুন। এভাবেই খাদ্যাভ্যাস বুঝে পরিকল্পনা করুন।
খাদ্যাভ্যাসে অল্প অল্প পরিবর্তন আনুন। প্রথমেই খুব বড় বড় পরিবর্তন না করে অল্পসল্প পরিবর্তন করতে শুরু করুন। কারণ আপনাকে খাদ্যাভ্যাসের সঙ্গে মানিয়ে নেওয়া শিখতে হবে। 

জলখাবার, দুপুরের খাবার এবং রাতের খাবার অন্তত নিয়ম মেনে খান। কারণ খাবারের অভ্যাসটা ধরে রাখলে শরীরে ঠিকঠাক পুষ্টি বিতরণ হয়৷ আর নির্দিষ্ট সময়ে ক্ষুধা মেটাতে পারলে স্বাস্থ্য ভালো থাকে। ওজনও বাড়ে না।

খাবার খাওয়ার সময় অন্যদিকে মনোযোগ দেবেন না। অনেকে খাবার খাওয়ার সময় ফোন ব্যবহার করেন। এই সময়ে অনেকে ফোন ব্যবহার করায় খাবারের স্বাদ পায়না। একইসঙ্গে ভুলে বেশি খেয়ে ফেলার আশঙ্কা থাকে৷ এতে ওজন বাড়ে।
ভালোমতো চিবিয়ে খান। সময় লাগুক তাতে সমস্যা নেই। কিন্তু ভালোমতো চিবিয়ে নিন। এই যে সময়টুকু দিচ্ছেন তাতে পুরো খাবারের স্বাদ তো পাচ্ছেনই। একই সঙ্গে আপনার মস্তিস্কও আপনায় জানান দিবে আপনার পেট ভরে গেছে কিনা। ফলে অতিরিক্ত খাওয়ার হাত থেকে বেঁচে যাবেন। 

রাতের খাবারের পর কখনই স্ন্যাক খাবেন না। এই সময়ে হালকা পাতলা চিনিমুক্ত শরবত খেতে পারেন। প্রয়োজনের ব্রাশ করে নিন যাতে ক্ষুধা বেড়ে না যায়।

 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement