Advertisement

ব্যবহার করা চা পাতা ফেলে দিচ্ছেন? এই সব কাজে লাগান

জুতো পরার পর অনেকের পা থেকে গন্ধ বের হয়। এর উপায়ও রয়েছে ব্যবহার করা চা পাতায়। পরিষ্কার ছোটো কাপড়ে সেই চায়ের পাতা রেখে তা জুতোর মধ্যে রাখুনষ দেখবেন, গন্ধ দূর হয়ে যাবে।

ব্যবহার করা চা পাতা (ফাইল ছবি) ব্যবহার করা চা পাতা (ফাইল ছবি)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Dec 2021,
  • अपडेटेड 10:08 PM IST
  • চা তৈরির পর পাতা ফেলে দেবেন না
  • এই পাতা দিয়ে অনেক কিছু করা যায়
  • দেখুন ব্যবহার করা চা পাতা কী কী কাজে লাগে

চা বানানোর পর সেই পাতা ফেলে দিয়ে থাকি আমরা। কিন্তু, সেই পাতা না ফেলে অনেক কাজে লাগানো যায়। কী কী কাজে লাগানো যেতে পারে ফেলে দেওয়া চা-পাতা? আসুন দেখি। 

যেমন,  চায়ের পাতা গাছের সার হিসাবে ব্যবহার করা যায়। নানা ফুলের গাছে চা পাতাকে সার হিসাবে ব্যবহার করতে পারেন। এছাড়াও নানা শাক-সবজির গাছে চা পাতা দেওয়া হয়ে থাকে।  

আরও পড়ুন

আবার ব্যবহার করা টি ব্যাগ দিয়ে কাঠের জিনিস পরিষ্কার করা যেতে পারে। জলের মধ্য়ে ব্যবহার করা টি ব্যাগ ফেলে দিন। তারপর তা দিয়ে কাঠেন জিনিস মুছুন। এতে কাঠের আসবাবপত্র পরিষ্কার থাকবে। 

চোখের তলার জমা কালি তুলতে চায়ের পাতা ব্যবহার করতে পারেন। সেই জন্য জলে টি ব্যাগ ভিজিয়ে তা চোখের পাতার উপর রাখতে হবে কিছুক্ষণ। নিয়মিত এটা করুন। তাহলেই ফল পাবেন। 

জুতো পরার পর অনেকের পা থেকে গন্ধ বের হয়। এর উপায়ও রয়েছে ব্যবহার করা চা পাতায়। পরিষ্কার ছোটো কাপড়ে সেই চায়ের পাতা রেখে তা জুতোর মধ্যে রাখুনষ দেখবেন, গন্ধ দূর হয়ে যাবে। 

জানলে অবাক হবেন, চা পাতা ধোওয়া জল আপনার চুলে ব্যবহার করতে পারেন। তা কন্ডিশনার হিসেবে কাজ করবে।

আবার রান্নার বাসন থেকে তেলের দাগ তোলার জন্য টি ব্যাগ বা চায়ের পাতা ব্যবহার করতে পারেন। এতে সহজেই দাগ উঠে যাবে। 
 

Read more!
Advertisement
Advertisement