Tomato Anti-Aging: খাওয়ার পাশাপাশি টমেটো (Tomato) ত্বকে (Skin) লাগলেও অনেক গুণ পাওয়া যায়। বিভিন্ন রকম চর্মরোগ (Skin Disease) থেকে নিরাময় করে টমেটো। চর্মরোগ নিরাময়ে টমেটোর রস একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে থাকে। তবে অ্যালাৰ্জি থাকলে এড়িয়ে যাওয়াই ভালো। ত্বকের যত্নে শুধুমাত্র প্রাকৃতিক জিনিসের ব্যবহারই সবচেয়ে ভালো বলে মনে করা হয়। কেমিক্যাল দিয়ে তৈরি বিউটি প্রোডাক্ট আপনাকে সময়ের আগেই বুড়ো করে দিতে পারে।
ত্বকের জন্য কেন উপকারী টমেটো?
বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিকভাবে উজ্জ্বলতা বাড়াতে পারে একটি টমেটো। ত্বককে সুস্থ রাখতে টমেটো কীভাবে ব্যবহার করবেন? টমেটোতে রয়েছে ভিটামিন-সি, যা ত্বককে পরিষ্কার করে এবং বলিরেখা কমাতেও সক্ষম। চোখের মাস্ক হিসেবেও টমেটো ব্যবহার করা যেতে পারে। টমেটোর সাহায্যে বাড়িতেই স্ক্রাব তৈরি করে নিতে পারেন।
অনেকেই আছেন যারা সানস্ক্রিন ব্যবহার না করেই রোদে বেরিয়ে যান। এরফলে ত্বক রোদে পুড়ে যেতে পারে। কালো ছোপ দেখা দিতে পারে। এমন অবস্থা হয়ে থাকলে রোদে পোড়ার সমস্যা থেকে মুক্তি পেতে টমেটো ও দইয়ের প্যাকও লাগাতে পারেন।
বয়সের ছাপ দূর করে টমেটো
যদি আপনি টাটকা টমেটো কেটে রস করে নেন। তারপর এই রসের মধ্যে খানিকটা চিনি মেশান। প্রতিদিন মুখে মাস্ক হিসেবে ব্যবহার করেন তবে ত্বক মসৃণ ও কোমল হবে। বয়স বাড়তে থাকলে মানুষের মুখে যে বয়সের ছাপ পড়ে, এই টমেটো দেওয়ার ফলে সেই ছাপ দূর করতেও সাহায্য করবে।