Advertisement

Vastu Tips For Car: গাড়িতে ৬ জিনিস রাখলে দূর হবে নেতিবাচক শক্তি, পাবেন সৌভাগ্য

অনেকেই গাড়ি কেনার পর নানা অসুবিধা সম্মুখীন হন। জীবনে আসে বাধাবিঘ্ন। রাস্তায় আকছার দুর্ঘটনা ঘটতেই থাকে। এসবের জন্য দায়ী নেতিবাচক শক্তি। সেজন্য গাড়ির বাস্তু ঠিক করা দরকার। গাড়ির বাস্তু ঠিক থাকলে দূরে থাকে নেতিবাচক শক্তি। ঘরে আসে ইতিবাচক শক্তি। 

Vastu Tips For Car
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Nov 2023,
  • अपडेटेड 4:19 PM IST
  • অনেকেই গাড়ি কেনার পর নানা অসুবিধা সম্মুখীন হন।
  • সেজন্য গাড়ির বাস্তু ঠিক করা দরকার।

Vastu Tips For Cars: বাস্তু মতে, নেতিবাচক শক্তির অশুভ প্রভাব এড়াতে ঘর ছাড়া গাড়ির বাস্তুর দিকেও বিশেষ নজর দিতে হবে। এতে ইতিবাচকতা বাড়ে। লোকবিশ্বাস, যে গাড়ির ভুল বাস্তুর কারণে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। যে কারণে কোনও ব্যক্তিকে জীবনে বহুবার অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয়। চলুন জেনে নেই নেতিবাচকতা থেকে মুক্তি পেতে গাড়ির বাস্তুর বিশেষ নিয়ম…

অনেকেই গাড়ি কেনার পর নানা অসুবিধা সম্মুখীন হন। জীবনে আসে বাধাবিঘ্ন। রাস্তায় আকছার দুর্ঘটনা ঘটতেই থাকে। এসবের জন্য দায়ী নেতিবাচক শক্তি। সেজন্য গাড়ির বাস্তু ঠিক করা দরকার। গাড়ির বাস্তু ঠিক থাকলে দূরে থাকে নেতিবাচক শক্তি। ঘরে আসে ইতিবাচক শক্তি। 

ঈশ্বরের মূর্তি- বাস্তু অনুসারে, ইতিবাচক শক্তি বাড়াতে গাড়ির ড্যাশবোর্ডে গণেশ, দুর্গা বা শিবের মূর্তি রাখুন। এতে বাস্তু দোষ দূর হয়। দেব-দেবীর কৃপায় সমস্ত দুঃখ-কষ্ট কেটে যায়।

কচ্ছপ- বাস্তু মতে, নেতিবাচকতা দূর করতে গাড়িতে কালো কচ্ছপ রাখতে পারেন। এটা অত্যন্ত শুভ। কচ্ছপের সঙ্গে যোগ রয়েছে লক্ষ্মীর। গাড়িতে কচ্ছপ রাখলে ধনসম্পদের আগমন ঘটে। 

জলের বোতল- বাস্তু মতে গাড়িতে অবশ্যই জলের বোতল রাখতে হবে। মনোযোগ থাকে। গাড়ির ভিতরের নেতিবাচক শক্তি দূর করে।

ময়ূরের পালক- গাড়িতে ময়ূরের পালক, শিবজির ডমরু বা মা দুর্গার চুনরি রাখা খুবই শুভ বলে মনে করা হয়। এটি নেতিবাচক শক্তি দূর করে। দূর হয় জীবনের সমস্ত বাধা। তবে অ্যালকোহল সেবন করে এগুলি ম্পর্শ করলে ইতিবাচক ফল পাওয়া যায় না।

ক্রিস্টাল স্টোন- গাড়িতে প্রাকৃতিক পাথর বা ক্রিস্টাল পাথর রাখা শুভ বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে এটি গাড়িতে ইতিবাচক শক্তি ধরে রাখে।

Advertisement

রুপো বা সোনার কয়েন- গাড়িতে রুপো বা সোনার কয়েন রাখাও খুব শুভ বলে মনে করা হয়। এটি গাড়ির রং, অভ্যন্তর এবং আকারের মধ্যে ভারসাম্য বজায় রাখে। গাড়ির বাস্তু ত্রুটিগুলি দূর করে।

যা যা গাড়িতে রাখবেন না- বাস্তু অনুসারে, ভাঙা জিনিসপত্র কখনও গাড়িতে রাখা উচিত নয়। গাড়ি বেশি নোংরা করা উচিত নয়। এর পাশাপাশি গাড়ির আয়নার পরিচ্ছন্নতার বিশেষ যত্ন নিন।

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement