Advertisement

Vastu Tips: রান্নাঘরে এই খাবারগুলি ফুরিয়ে গেলেই বিপদ, দেখা দেবে আর্থিক সঙ্কট!

Vastu Tips for Money: ঘরে গৃহ লক্ষ্মীকে খুশি করতে এবং সুখ-সমৃদ্ধি পেতে কী কী ব্যবস্থা নেওয়া হয় তা অনেকেই জানেন না। মা লক্ষ্মী (Maa Laxmi) প্রসন্ন হলে কাউকে রাজা বানিয়ে দেন তো ক্রুদ্ধ হলে কাউকে দরিদ্রও করে দেন।

হলুদ/ প্রতীকী ছবি
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 19 Feb 2022,
  • अपडेटेड 11:16 AM IST
  • রান্নাঘরে এই খাবারগুলি ফুরিয়ে গেলেই বিপদ
  • দেখা দেবে আর্থিক সঙ্কট

Vastu Tips for Money: ঘরে গৃহ লক্ষ্মীকে খুশি করতে এবং সুখ-সমৃদ্ধি পেতে কী কী ব্যবস্থা নেওয়া হয় তা অনেকেই জানেন না। মা লক্ষ্মী (Maa Laxmi) প্রসন্ন হলে কাউকে রাজা বানিয়ে দেন তো ক্রুদ্ধ হলে কাউকে দরিদ্রও করে দেন। বাস্তুশাস্ত্র মতে, মা লক্ষ্মী পছন্দ করেন না এমন কিছু কাজ করলে কাঙাল হতে পারেন আপনি। বাড়ির রান্নাঘরে এমন চারটি জিনিস সবসময় থাকে, যা পর্যাপ্ত পরিমাণে আনা উচিত। কারণ এগুলি শেষ হয়ে গেলে ঘরে নেতিবাচকতার প্রভাব বাড়তে শুরু করে এবং মা লক্ষ্মী ক্রুদ্ধ হন।

আটা- দেশের প্রায় প্রতিটি বাড়িতেই গম বা আটা আনা হয়। সকলের রান্নাঘরই আটা পাওয়া বাধ্যতামূলক। যারা বাড়িতে আটা আনেন, রুটি বানান, তারা সবসময় মনে রাখবেন এগুলি একটু বেশি পরিমাণে কিনে আনবেন, যাতে রুটি বানানোর সময় কখনওই খুলে না দেখেন আটা শেষ হয়ে গেছে। ফুরিয়ে যাওয়ার আগেই এনে রাখুন। এতে প্রসন্ন হবেন মা লক্ষ্মী।

হলুদ- হলুদ শুধু খাবারে রঙের জন্যই ব্যবহৃত হয় না। প্রতিটি শুভ কাজে এটি ব্যবহৃত হয়। জ্যোতিষী ডক্টর অরবিন্দ মিশ্র জানান, ঘরে হলুদ শেষ করে রাখা খুবই অশুভ। এতে বৃহস্পতি গ্রহের দোষ হয়। রান্নাঘরে হলুদ ফুরিয়ে গেলে শুভ কাজে ব্যাঘাত ঘটে। তাই, হলুদ পুরোপুরি শেষ হওয়ার আগেই নিয়ে আসুন।

নুন- নুন ছাড়া খাবারের স্বাদ যেমন নষ্ট হয়ে যায়, একইভাবে রান্নাঘরে লবণ ফুরিয়ে গেলে জীবনকে স্বাদহীন করে দিতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে, রান্নাঘরের বাক্সে নুন সম্পূর্ণ ফুরিয়ে গেলে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করে। এর ফলে বাস্তু দোষ হয় এবং ঘরে অর্থের সমস্যা আসতে শুরু করে।

Advertisement

চাল- সকলেই বাড়িতে প্রয়োজন অনুসারে চাল কিনে রাখে। রান্নাঘরে চাল থাকা খুবই জরুরি। পুজোতেও চালের ব্যবহার হয়। এটি শেষ হলে শুক্র গ্রহকে দোষ দেখা দেয়। এর ফলে ঘরে আর্থিক সমস্যা আসতে শুরু করে। তাই ঘরের চাল একেবারে ফুরিয়ে যেতে দেবেন না।
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement